Weather: ব্যাপক ভেল্কি দেখাচ্ছে গরম, বাংলার ১০ জেলায় হিটওয়েভের আশঙ্কা

আচমকা আমূল বদলে গেল বাংলার আবহাওয়া (Weather)। আগামী দিনে বৃষ্টি বাড়বে না গরম? জেনে নিন ঝটপট। আলিপুর আবহাওয়া দফতর আজ মঙ্গলবার থেকে সমগ্র দক্ষিণবঙ্গে ব্যাপক…

আচমকা আমূল বদলে গেল বাংলার আবহাওয়া (Weather)। আগামী দিনে বৃষ্টি বাড়বে না গরম? জেনে নিন ঝটপট। আলিপুর আবহাওয়া দফতর আজ মঙ্গলবার থেকে সমগ্র দক্ষিণবঙ্গে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করল।

হাওয়া অফিস বলছে, বৃষ্টি নয়, বরং গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে সমগ্র বাংলাজুড়ে। মূলত বৈশাখ মাস শুরু হতে না হতেই আবহাওয়া নিজের স্বমহিমায় ফিরে এসেছে যেন মনে হচ্ছে। এখন রাস্তায় বেরোলেই সাধারণ রাজ্যবাসীর কালঘাম ছুটে যাচ্ছে। যদিও এখন কিছু সময়ের জন্য অর্থাৎ সকাল ১১টা থেকে বিকেল ৪টে অবধি খুব দরকার না পরলে রাস্তায় বেরোনো থেকে বিরত থাকার আর্জি জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে লু-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শুধুমাত্র তাই নয়, কলকাতাতেও তাপপ্রবাহের পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অনেক জেলায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে। আগামী তিন দিনে গরম বাড়বে বলে জানা গেছে। আগামী তিন দিন গরম থেকে স্বস্তি মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।

পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, কয়েকদিন কালবৈশাখী বা বৃষ্টি না হলে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। আগামী শুক্রবার থেকে উত্তরবঙ্গে নির্বাচন শুরু হতে চলেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ২১ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।