Weather forecast:উত্তুরে হাওয়া রাজ্যে, পারদ নামলো ২০ ডিগ্ৰির নীচে

শরৎ কাটিয়ে হেমন্তের শুরু হয়েছে। উৎসবের মরশুম মিটতেই হিমেল পরশ পাচ্ছে বঙ্গবাসী।তাপমাত্রা ক্রমেই কমছে রাজ্যে। দিনের বেলায় রোদ ঝলমলে আকাশ থাকছে। তবে রাতের দিকে ভালো…

Weather forecast:উত্তুরে হাওয়া রাজ্যে, পারদ নামলো ২০ ডিগ্ৰির নীচে

শরৎ কাটিয়ে হেমন্তের শুরু হয়েছে। উৎসবের মরশুম মিটতেই হিমেল পরশ পাচ্ছে বঙ্গবাসী।তাপমাত্রা ক্রমেই কমছে রাজ্যে। দিনের বেলায় রোদ ঝলমলে আকাশ থাকছে। তবে রাতের দিকে ভালো মতোই অনুভব হচ্ছে শীত। অক্টোবর প্রায় শেষ, ইতিমধ্যেই বঙ্গে এসে হাজির উত্তুরে হাওয়া। যার জেরে আবারও পারা পতন। তবে কি সম্ভাব্য সময়ের আগেই বঙ্গে শীত এসে হাজির? কি বলছে আবহাওয়া (weather) দফতরের নতুন আপডেট।

উত্তুরের হাওয়ার দাপটে সর্বনিম্ন তাপমাত্রা নামলো ২০ ডিগ্ৰির নীচে। রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্ৰি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্ৰি কম। প্রায় ১০ বছর পর রেকর্ড কলকাতায়,২০ ডিগ্ৰির নীচে নামলো পারদ।শুধুমাত্র কলকাতা নয়, আশেপাশের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ১৬-১৭ ডিগ্ৰি পর্যন্ত নেমেছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্ৰির কাছাকাছি থাকবে।

Advertisements

বঙ্গে ক্রমশই শীতের আমেজ বাড়ছে। বিকেল থেকেই শীত অনুভূত হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই রাজ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কমছে,যার ফলে আবহাওয়া শুষ্ক প্রকৃতির। আগামী ৪-৫ দিনের মধ্যেই একধাক্কায় অনেকটা পরিবর্তন হবে রাজ্যের আবহাওয়া। দক্ষিণা বাতাসের প্রভাব কমবে। নভেম্বরেই তাপমাত্রা আরও কিছুটা কমবে,বাড়বে শীত, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।