কয়েকদিন ধরেই আকাশের মুখ ছিল একেবারে ভার৷ তবে কখনও মিলছে রোদের দেখা তো কখন আবার ঝেপে বৃষ্টি৷ তাই সকলের মনে একটাই প্রশ্ন ছিল যে পুজোতেও কী ভাসবে বাংলা৷ কেমন থাকবে পুজোর কদিনের আবহাওয়া(weather update)৷ অবশেষে স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস৷ পুজোর সময় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই,তবে কয়েকফোঁটা হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহতেই মহালয়া৷ তবে তার আগেই আনন্দের খবর আমজনতার কাছে৷ কারণ আগামী ২ দিন দক্ষিণবঙ্গে স্বল্প বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মহলয়ার পর থেকে বৃষ্টির দেখা সেইভাবে মিলবে বলেই জানা গিয়েছে৷ কলকাতার সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহের দুই থেকে তিনদিন হালকতা থেক মাঝারি বৃষ্টি হতে পারে৷ দুর্যোগের মেঘ সরেছে দক্ষিণবঙ্গ থেকে। হাওয়া অফিসের রিপোর্টে দক্ষিণবঙ্গে আবহাওয়া উন্নতির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস৷
বন্যার খরা কেটে গিয়েছে দক্ষিণবঙ্গে, অবশেষে সূর্যের দেখা মিলেছে। টানা ভারী বৃষ্টির পর শনিবার সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। ফলে কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গের মানুষজন।
তবে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস৷ পাশাপাশি ২ অক্টোবর উত্তরের জেলা কালিম্পঙ, দার্জিলিং, কোচবিহার এর জেলা গুলিতে বৃষ্টি বাড়বে।