Weather: ষষ্ঠীতেই ঘূর্ণাবর্ত অসুরের হামলা? কী বলছে হওয়া অফিস

মহিষাসুর নয়, এবার উৎসবে আসল অসুর হতে পারে (Rain) বৃষ্টি। ষষ্ঠী থেকে দশমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে…

Weather: Chance of rain in South Bengal including Kolkata on four days of Puja

মহিষাসুর নয়, এবার উৎসবে আসল অসুর হতে পারে (Rain) বৃষ্টি। ষষ্ঠী থেকে দশমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Weather)। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

প্যাণ্ডেলে বসে আড্ডা মারার আনন্দ মাটি হতে পারে। উদ্বেগ আরও বাড়িয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের ওপর ষষ্ঠীর দিন তৈরি হবে ঘূর্ণাবর্ত। সপ্তমী, অষ্টমী’তে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। নবমী, দশমীতে হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অষ্টমীর দিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।

নবমী থেকে বৃষ্টি কমলেও তা পুরোপুরি বন্ধ হবে না। নবমী ও দশমীও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। সেই কারণেই এবার দক্ষিণবঙ্গ পুজোয় ভাসতে পারে বৃষ্টিতে।

উত্তরবঙ্গের কিছু জেলাতেও সপ্তমী পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।