Weather: উৎসবে ভিজবে দুই বাংলার উপকূল, ঝড়ের সম্ভাবনা নেই জানাল বাংলাদেশ

Weather: গভীর নিম্নচাপে উপকূল ভিজবে। এর জেরে উপকূল সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। তবে বঙ্গোপসাগর থেকে কোনও ঘূর্ণিঝড় অথবা প্রবল ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা…

cyclone bay of bengal

Weather: গভীর নিম্নচাপে উপকূল ভিজবে। এর জেরে উপকূল সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। তবে বঙ্গোপসাগর থেকে কোনও ঘূর্ণিঝড় অথবা প্রবল ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নিয়েই শারদোতসবের অষ্টমী শুরু।

বাংলাদেশ আবহাওয়া বিভাগ জানাল, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ রবিবার আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা অনেকটাই কম।

কলকাতায় আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের জেরেই বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূল এলাকার জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ঢাকার আবহাওয়া বার্তা, শারদ উৎসবের সময় বৃষ্টি হবে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা অনেকটাই কম।আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, একমাত্র সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ছাড়া ঘূর্ণিঝড় তৈরিতে সহায়ক অন্য উপাদানগুলো অনুকূলে নেই।  উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে বঙ্গোপসাগরের উপকূলের সৈকত পর্যটন এলাকায় পর্যটকরা গেছেন। পশ্চিমবঙ্গের দীঘা, মন্দারমনি, জুনপুট, ওড়িশার পুরী, বাংলাদেশের বরিশাল, খুলনা ও চট্টোগ্রামের বিখ্যাত সৈকত সাগরকন্যা কুয়াকাটা ও কক্সবাজার, নোয়াখালীর সৈকতগুলিতে পর্যটকদের সাগরে স্নানের বিষয়ে সতর্ক করা হচ্ছে।