Gardenreach : একাধিক বেআইনি নির্মাণের খোঁজ মিলল গার্ডেনরিচে

  বেআইনি নির্মাণ বিপর্যয়ের পরেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা!এর পরেই সমস্ত বেআইনি নির্মাণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র। এর পাশাপাশি বেআইনি নির্মাণের তালিকা তৈরি…

gardenreach

 

বেআইনি নির্মাণ বিপর্যয়ের পরেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা!এর পরেই সমস্ত বেআইনি নির্মাণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র। এর পাশাপাশি বেআইনি নির্মাণের তালিকা তৈরি করে তা ভেঙে দিতেও হবে বলে জানান তিনি। মেয়রের এই বার্তার পরেই দায়িত্ব নিয়ে কাজে নেমে পড়েছেন পুরসভার আধিকারিকরা। সেই কাজে নামার পরই পুরসভার আধিকারিকরা জানান যে প্রাথমিক সমীক্ষার পরেই বিশেষ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

জানা গিয়েছে,ঘটনাস্থল থেকে সামান্য দূরত্বে এমন আরও বহুতল রয়েছে যা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এমনকি হেলেও রয়েছে। তা নজরে আসার পরেই আজ মঙ্গলবার ঘটনাস্থলে অর্থাৎ পাহাড়পুর এলাকা ঘুরে দেখছেন পুরসভার আধিকারিকরা বলে জানা যায় ।তার মধ্যে অন্তত ছয়টি বাড়ি হেলে রয়েছে বলেও জানা যাচ্ছে। এছাড়া এই বহুতলগুলি ঠিক কতটা বিপজ্জনক তা খতিয়ে দেখছেন পুরসভার বিশিষ্ট ইঞ্জিনিয়ারের দল।

এই ঘটনার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,তপসিয়ার তৃণমূল ভবনের কাছে গেলেই দেখবেন প্রথমে জলাজমি কচুরিপানা দিয়ে ভরাট হচ্ছে। তারপর ওই ধরনের জলাজমি টিন দিয়ে ঘিরে ফেলা হয়। এভাবেই চলে ভরাটপর্ব। জাভেদ খানের এলাকায়ও এসব চলছে। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের সংস্থাকে দিয়ে তদন্ত করালেই সব ধরা পড়ে যাবে। গার্ডেনরিচে এই মৃত্যু আসলে খুন। যার পিছনে মুখ্যমন্ত্রী,ফিরহাদ হাকিম ও শামস ইকবাল বা অনিল প্রত্যক্ষভাবে জড়িত। আমি শামস ইকবালকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

পাশাপাশি অপর বিজেপি নেতা রাকেশ সিং বলেন স্থানীয় বিধায়ক তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কথায় ব্যাপক বেআইনি নির্মাণ চলছে সমগ্র এলাকাজুড়ে। যার পর চড়া দামে বিক্রি হত সেই এলাকার জমি। বিক্রির পর টাকার ৫০ –৬০ শতাংশ পৌঁছে যেত ফিরহাদের কাছে। এই ঘটনার পর তিনি ইডি –সিবিআই কে চিঠি দিয়ে জানিয়েছেন বলে দাবি করেন রাকেশ সিং।

অবশেষে ঘটনার পরেই ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে দেখা গেছে পুরপ্রতিনিধি শামস ইকবালের সাথে। এর পরেই তৃণমূল প্রতিনিধি শামস ইকবাল বেআইনি বাড়ি নির্মানের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেন। তবে তাদের ছবি সামনে আসার পর ধৃত প্রোমোটারের সঙ্গে তৃণমূল নেতার যোগ স্পষ্ট হচ্ছে বলেই অভিযোগ করেছে স্থানীয় মানুষজন। এমনকি স্থানীয় মানুষের দাবি,মাঝে মধ্যেই নাকি বিভিন্ন অনুষ্ঠানে ধৃত মহম্মদ ওয়াসিমের সঙ্গে শামস ইকবালকে দেখাযেত। ফলে মোটা টাকার বিনিময়ে বেআইনি নির্মাণের ছাড় দিত বলেই তাদের অভিযোগ।তবে এখনও পর্যন্ত তৃণমূল প্রতিনিধি শামস ইকবাল এই বিষয়ে কোনরখম মুখ খোলেননি।