জঙ্গি সন্দেহে ধৃত দুই, আল কায়েদা লিংক নিয়ে তদন্তে STF

জঙ্গি কার্যকলাপে জড়িত সন্দেহে দু জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ (STF)।  ধৃতদের নাম সমীর হোসেন ও সাদ্দাম হোসেন খান। পুলিশ সূত্রে খবর, ধৃত সমীর…

জঙ্গি সন্দেহে ধৃত দুই, আল কায়েদা লিংক নিয়ে তদন্তে STF

জঙ্গি কার্যকলাপে জড়িত সন্দেহে দু জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ (STF)।  ধৃতদের নাম সমীর হোসেন ও সাদ্দাম হোসেন খান।

পুলিশ সূত্রে খবর, ধৃত সমীর হোসেন ও সাদ্দাম হোসেন খানকে মুম্বইয়ের নির্মলনগর থেকে মুম্বই পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। দুজনেই ডায়মন্ডহারবারের বাসিন্দা।

jangi_STF

Advertisements

এর আগে গত মাসে দক্ষিণ ২৪ পরগণার শাসন থেকে আব্দুর রকিব সরকার এবং কাজি আহসানউল্লাহকে গ্রেফতার করে পুলিশ। তাদের সঙ্গে আল কায়েদা সংযোগ মিলেছে। পরে তাদেরকে জেরা করে একাধিক জনের সন্ধান পায় এসটিএফ। সেই সূত্র ধরে ডায়মণ্ডহারবার থেকে সমীর হোসেন ও মুম্বই থেকে সাদ্দাম কে গ্রেফতার করা হয়।