Cyclone Alert: ঘূর্ণাবর্ত তৈরি হবে আজ, দুই বাংলার কোনদিকে মুখ?

Cyclone Alert: সাগরে তৈরি ঘূর্ণাবর্ত আজ পরিণত হতে পারে নিম্নচাপে। এরপর সেটি কোন দিকে এগোবে? বাংলার ওপর কি আদৌ এর কোনও প্রভাব পড়বে? হাওয়া অফিস…

Cyclone Alert: সাগরে তৈরি ঘূর্ণাবর্ত আজ পরিণত হতে পারে নিম্নচাপে। এরপর সেটি কোন দিকে এগোবে? বাংলার ওপর কি আদৌ এর কোনও প্রভাব পড়বে?

হাওয়া অফিস জানিয়েছে, গতকালই দক্ষিণ আন্দামান সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। যা সোমবার আরও কিছুটা শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। ওই সম্ভাব্য নিম্নচাপ এরপর গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

এই গভীর নিম্নচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, সে বিষয়ে অবশ্য ভারতীয় মৌসম ভবনের তরফে আপাতত কিছু জানানো হয়নি। তবে যদি শেষপর্যন্ত ওই সম্ভাব্য নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে সেটির নাম হবে মিগজাউম।   

গতকাল, ২৬ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়। এর প্রভাবে আন্দামান অঞ্চলে ২৭ নভেম্বর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই সিস্টেমটি ক্রমেই পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। যখন এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে এসে পৌঁছবে, তখন শক্তি বাড়িয়ে এই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ২৯ নভেম্বর সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। 

নিম্নচাপের অভিমুখ মূলত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে থাকায় আপাতত অন্ধ্রে এর প্রভাব বেশি পড়বে। বাংলায় সরাসরি কোনও প্রভাব পড়বে না।  এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে আজ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের উপর সেই সম্ভাব্য নিম্নচাপের প্রত্যক্ষ কোনও প্রভাব পড়বে না। 

সোমবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। ২০ ডিগ্রির আশপাশে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া বাকি জেলার আবহাওয়াও আজ শুষ্ক থাকবে। আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের কোনও জেলার তাপমাত্রার হেরফের হবে না। তবে ঝঞ্ঝা এবং নিম্নচাপের প্রভাবে কয়েকদিন পর রাতের দিকের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে বাংলায়।