ধর্ষণ বিরোধী আইন নাকি ধর্ষণ বিরোধী বিল (Anti-Rape Bill)? কোনটা আগে আসবে এই নিয়ে এখন জোরদার প্রশ্ন উঠতে শুরু করেছে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল বাংলা সহ সমগ্র দেশ। এদিকে এই ঘটনার পর থেকে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী আইন আনার দাবি তুলেছে কেন্দ্রের কাছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার যদি এই আইন না আনে তাহলে আপনার বিধানসভায় এই বিল পাস করাবো।’ এবার এই ইস্যুতেই বড় দাবি করলেন বঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, আগামী ২ সেপ্টেম্বর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে ধর্ষণের শাস্তি সংক্রান্ত বিলটি বিধানসভার বিশেষ অধিবেশনে কবে পেশ করা হবে। সেইসঙ্গে এই বিশেষ অধিবেশনে আর কী কী কর্মসূচি গ্রহণ করা হবে তা নিয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
সংসদ বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, দোষী সাব্যস্ত ধর্ষকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি বিল উত্থাপন ও পাস করার জন্য ২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার দু’দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন মঙ্গলবার বিলটি নিয়ে আলোচনা ও পাশ করানোর জন্য আলোচনা করা হবে।
ধর্ষকদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে বিধানসভায় বিদ্যমান আইন সংশোধন করার কথা ঘোষণা করার একদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ফুঁসছে বাংলা তথা সমগ্র দেশ।
West Bengal | On September 2, a Committee meeting will decide when the bill related to punishment for rape will be presented in the special session of the Assembly, as well as what other programs will be held in this special session: Biman Banerjee, Speaker of the Legislative…
— ANI (@ANI) August 30, 2024