R G Kar Hospital: আর জি কর হস্টেলে ব়্যাগিং অভিযোগ, করাত দিয়ে কেটে ফেলার হুমকি

আর জি কর মেডিকেল কলেজের (R G Kar Hospital) হস্টেলে হামলা। ভোর রাতে হাতে করাত নিয়ে হামলা। আরজিকর মেডিকেল কলেজের মানিকতলা হস্টেলের ঘটনা। অভিযুক্তরা কলেজেরই…

R G Kar Hospital: আর জি কর হস্টেলে ব়্যাগিং অভিযোগ, করাত দিয়ে কেটে ফেলার হুমকি

আর জি কর মেডিকেল কলেজের (R G Kar Hospital) হস্টেলে হামলা। ভোর রাতে হাতে করাত নিয়ে হামলা। আরজিকর মেডিকেল কলেজের মানিকতলা হস্টেলের ঘটনা। অভিযুক্তরা কলেজেরই পড়ুয়া। হস্টেল সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ এসে হস্টেল পরিদর্শন করে গেছে। আজ ভোর সাড়ে তিনটে চারটে নাগাদ আরজিকর মেডিকেল কলেজের আট থেকে দশজন ছাত্র, তারা জুনিয়র ডাক্তার। তারা হঠাৎ করেই মানিকতলা হস্টেলে হামলা চালান বলে অভিযোগ। হস্টেল সুপার ঘটনাটি স্বীকার করে নিয়েছেন।

Advertisements

একজন ছাত্রকে ঘিরে ধরা হয়। বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। যাতে দেখা যাচ্ছে হাতে করাত, দরজায় ধাক্কা দিচ্ছেন তারা। ঘটনা প্রকাশ্যে আসতেই ভয়ার্ত হস্টেলের বাসিন্দারা। বিদায়ী অধ্যক্ষের অনুগামীরা এই ঘটনাটি ঘটিয়েছে‌। এই ঘটনা প্রসঙ্গে কলেজের তরফ থেকে কোনো উত্তর মেলেনি।