কালীঘাটের কাকুর বিপুল টাকার হিসেবে নিতে চাটার্ড অ্যাকাউন্ট তলব

দুর্নীতি মামলায় এবার দুই চার্টার্ড একাউন্টেন্টকে তলব ইডির। কালীঘাটের কাকুর একাধিক কোম্পানির সঙ্গে যুক্ত এই দুই হিসাব রক্ষককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইডি সূত্রে…

দুর্নীতি মামলায় এবার দুই চার্টার্ড একাউন্টেন্টকে তলব ইডির। কালীঘাটের কাকুর একাধিক কোম্পানির সঙ্গে যুক্ত এই দুই হিসাব রক্ষককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

ইডি সূত্রে খবর, কালীঘাটের কাকুর যে ৬ টি কোম্পানির হদিশ মিলেছে, সেই ৬ টি কোম্পানির হিসেব নিকেশ দেখতেন , একে তুলসিয়ান এবং এসকে ভরতিয়া।

দুর্নীতি সংক্রান্ত মামলায় গত ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। যায় জেরে এখনও কারাবাসেই দিন কাটাচ্ছেন তিনি। অন্যদিকে ‘ কাকুর ‘ দুই হিসাব রক্ষককে ইডির তলবে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে আসতে পারে বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কালীঘাটের কাকু শুধুমাত্র নিয়োগ দুর্নীতি নয় কয়লা ও গরু পাচারকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে জানিয়েছিল ইডি।

কমপক্ষে ১০০টি অ্যাকাউন্টের লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। ৪টে কোম্পানির মধ্য দুটি কোম্পানির লেনদেন সংক্রান্ত ও সম্পত্তির বিষয়ে খোঁজ পেয়েছিল। শুধু তাই নয়, হাওয়ালাদের মাধ্যমে কালো টাকাকে সাদা করা, ভিন রাজ্যে লেনদেন করা সহ একাধিক অভিযোগ তুলে ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।