Tripura Election 2023: কালীঘাটে গেলেন বিজেপির মুখ্যমন্ত্রী, শান্তি রক্ষার দায়িত্ব নিল সিপিআইএম

ত্রিপুরা বিধানসভা ভোটের (Tripura Election 2023) ফল ঘোষণার আগেই মুখ্যমন্ত্রীর কালীঘাট যাওয়া নিয়ে তীব্র কৌতুহল তৈরি হয়েছে।

BJP Chief Minister Manik Saha visits Kalighat temple

হঠাৎ কলকাতায় হাজির ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড.মানিক সাহা। তিনি আচমকা কলকাতায় কেন উঠে গেল প্রশ্ন। ত্রিপুরা বিধানসভা ভোটের (Tripura Election 2023) ফল ঘোষণার আগেই মুখ্যমন্ত্রীর কালীঘাট যাওয়া নিয়ে তীব্র কৌতুহল তৈরি হয়েছে। বিরোধীদের কটাক্ষ, এখন ভরসা কালীঘাট!

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা রবিবার কালীঘাটে গিয়ে পুজো দেন। তিনি ফেসবুকে লিখেছেন, রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছি। এর পরেই বিরোধীদের কটাক্ষ, গত পাঁচ বছর ঘরে ঘরে চাকরি দেওয়ার জুমলা প্রতিশ্রতি দিয়ে এখন মঙ্গল কামনা করছেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এদিকে ত্রিপুরা জুডে নির্বাচন পরবর্তী সংঘর্ষ আপাতত কমে এসেছে। তবে রাজ্যবাসীর আশঙ্কা ২ মার্চ ফল ঘোষণার পর ফের রাজনৈতিক সংঘর্ষ শুরু হবে। বিরোধী দল সিপিআরএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী রবিবার দলীয় কর্মীদের বার্তা দেন, ২ তারিখের পর রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার ভার আমাদের। তাঁর এই বার্তার পর ফের রাজনৈতিক মহলে আলোচনা, জীতেন্দ্র চৌধুরী ক্ষমতায় আসার ইঙ্গিত দিলেন।

ত্রিপুরায় সরকারে থাকা বিজেপি জোট ভোটের পর দাবি করেছে তারাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে থাকছে। সরকার পরিবর্তনের দাবি করেছে বিরোধী বাম জোট। ফল ঘোষণা ২ মার্চ। ত্রিপুরার পাশাপাশি একই দিনে মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভার ফল ঘোষণা হবে।