Abhijit Ganguly: বিজেপি নেতা অভিজিতের সঙ্গে ‘খেলতে’ চান তৃণমূলের সায়নী

Don’t Make Rape a Political Issue,’ Strong Message from Sayani in Howrah
Don’t Make Rape a Political Issue,’ Strong Message from Sayani in Howrah

বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। আর তারপরেই তৃণমূলের পক্ষ থেকে বেনজির আক্রমণের স্বীকার হতে হয়েছে তাঁকে। ৭ মার্চ দুপুরে প্রেস কনফারেন্স করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করেন কল্যাণ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে কুণাল ঘোষও তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেন।

প্রাক্তন বিচারপতির রাজনৈতিক দলে যোগ দেওয়াকে প্রায় কেউই ভালো চোখে দেখেননি। তাঁর বিচার নাকি নীরবে নিভৃতে কাঁদে– এমন মতও ব্যক্ত করেছেন কেউ কেউ। কঠোর রায় দিয়ে তিনি চাকরিপ্রার্থীদের কাছে হয়ে উঠেছিলেন ‘ভগবান’। তাঁর সেই ইমেজ এখন কি কিছুটা ম্লান হলে গেল? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।

   

তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী সায়নী ঘোষ বলেন, “বিচার ব্যবস্থার আড়ালে থেকে নিজের স্বার্থ চরিতার্থ করেছেন। আমরা ভাবতাম উনি হয়ত বিচারের বাণী দিয়েছেন, এখন দেখছি বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে উনি রায়গুলো দিচ্ছিলেন। ধিক্কার জানাই। বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা উঠ গেল সম্পূর্ণ ভাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই এতদিন মানুষের জন্য বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। তৈরি থাকুন, খেলা হবে।”

আসন্ন লোকসভা নির্বাচনের আগে অভিজিৎ বাবুর এই যোগদান বেশ ইঙ্গিতপূর্ণ। আগামী দিনে বিজেপির টিকিটে তিনি ভোটে দাঁড়াবেন বলেই মনে করা হচ্ছে। কিন্তু তিনি কি আদৌ জয়ী হবেন? এই নিজে সংশয়ী অনেকে। কেননা অভিজিৎ বাবুর ‘ইমেজ’ নষ্ট হয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন