Rahul Gandhi: মোদী রাজ্যে রাহুল গান্ধীর যাত্রা, রাস্তায় উপচে পড়ল ভিড়

বৃহস্পতিবার ৭ মার্চ রাজস্থান থেকে গুজরাটে ঢুকেছে রাহুল গান্ধী (Rahul Gandhi)-র ভারত জোড়ো ন্যায় যাত্রা। ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে রাহুল গান্ধী আজ শুক্রবার…

বৃহস্পতিবার ৭ মার্চ রাজস্থান থেকে গুজরাটে ঢুকেছে রাহুল গান্ধী (Rahul Gandhi)-র ভারত জোড়ো ন্যায় যাত্রা। ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে রাহুল গান্ধী আজ শুক্রবার ৮ মার্চ গুজরাটের পঞ্চমহল জেলার কাছে গোধরায় জনসভায় ভাষণ দেবেন।

রাত কাটাবেন জাম্ভুঘোদায়। শুক্রবার সকালে তিনি কম্বোই ধামে পৌঁছে সেখানে আদিবাসী গুরু গোবিন্দ গুরুকে দেখতে যান। দাহোদ শহর থেকে যাত্রা শুরু হলে রাস্তায় কংগ্রেস কর্মীরা ও এলাকার স্থানীয়রা তাঁকে স্বসম্মানে অভ্যর্থনা জানান। উপজাতিরা একত্রে মিলে বিরোধী নেতাকে অভ্যর্থনা জানায় তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেছে। এই উষ্ম অভ্যর্থনায় অভিভূত রাহুল গান্ধী হাত নেড়ে সকলকে ধন্যবাদ জানান। বিশ্ব নারী দিবস উপলক্ষে দলিয় মহিলাকর্মীদের সাথে কেক কেটে উদযাপন করেছেন।