শিয়ালদহ শাখায় পরে বিপাকে হাওড়া শাখা! বাতিল লোকাল, ক্ষোভে ফুটছে যাত্রীরা

শিয়ালদহ শাখার গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ। তাই শিয়ালদহ ষ্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম রবিবার দুপুর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত…

Local Train Kolkata

শিয়ালদহ শাখার গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ। তাই শিয়ালদহ ষ্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম রবিবার দুপুর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়, যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয় অনেল ট্রেনের। আর গত তিন ধরে চরম ভোগান্তির মধ্যে পরে যাত্রীরা। তুমুল ভিড়ে ট্রেন থেকে পরে মৃত্যুর ঘটনা ঘটে। আর এই আবহে হাওড়া শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা নিয়ে যাত্রীদের মধ্যে তুমুল ক্ষোভ দেখা যায়।

রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের লাইন, সিগন্যাল এবং ওভারহেড তারের সংস্কারের কারণে হাওড়া ডিভিশনের তিনটি শাখায় সকাল ৯টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রিত থাকছে ট্রেন চলাচল। হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান এবং খানা-গুমানি শাখায় চলছে এই কাজ। সেখানে বিঘ্নিত ট্রেন পরিষেবা। র্ধমান থেকে পর পর দু’টো ট্রেন বাতিল করা হয়েছে। কাটোয়াগামী লোকালও বাতিল করা হয়েছে। রবিবার এমনিতেই কম থাকে ট্রেন। তার মধ্যে কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় বিপাকে যাত্রীরা।

   

অন্যদিকে শনিবার রাতে শিয়ালদহ থেকে বহু ট্রেন বাতিল হয়েছে। শয়ে শয়ে যাত্রীকে শিয়ালদহ স্টেশনেই রাত কাটাতে হয়েছে। রবিবার সকালেও পরিস্থিতি বদলায়নি। ফলে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন শিয়ালদহ স্টেশনে।তবে রেল সূত্রে খবর, নির্ধারিত সময়ের ২ ঘণ্টা আগে কাজ শেষ হয়েছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের। ১২টার মধ্যে কাজ পুরোপুরি মিটে গিয়েছে। শিয়ালদহে ট্রেন চলাচল এখন স্বাভাবিক বলে দাবি করেছেন ডিআরএম।