Loksabha election 2024:কমিশন যেন অভিযোগের পাহাড়, জেনে নিন এখনও পর্যন্ত অভিযোগের সংখ্যা

শুক্রবার লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশে ১৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৮৮ টি নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর আগে…

ECI

শুক্রবার লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশে ১৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৮৮ টি নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর আগে এই পর্বে ৮৯টি আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বহুজন সমাজ পার্টির একজন প্রার্থীর মৃত্যুর পর মধ্যপ্রদেশের বেতুলে ভোটগ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ বাংলায় তিন কেন্দ্রে ভোটগ্রহণ। রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আপাতত মোটের ওপর শান্তিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যদিও এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত কমিশনে ৪১১টির বেশী অভিযোগ জমা পড়েছে।

তিন কেন্দ্র মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৪৭। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ের মতো এই পর্যায়েও ১০০। শতাংশ বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তবে কয়েকটি স্যাডো জোন রয়েছে। সেই সমস্ত জায়গায় সিসিটিভির মাধ্যমে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হবে। কিন্তু ভোটের সময় যত গড়িয়েছে, অভিযোগের সংখ্যা তত বেড়েছে। একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে বিভিন্ন কেন্দ্র থেকে। শতাংশের নিরিখে বেলা ১টা পর্যন্ত তিন কেন্দ্রে মোট ভোট পড়ল ৪৭.২৯ শতাংশ ৷ দার্জিলিংয়ে পড়েছে ৪৯.০৯ শতাংশ ৷ রায়গঞ্জে ভোট পড়েছে ৪৭.৫৬ শতাংশ ৷ বালুরঘাটে বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৪.৯৩ শতাংশ ৷

যদিও এইদিন সকালেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুকান্ত মজুমদার। বালুরঘাটে বেশ কিছু কেন্দ্র থেকে গণ্ডগোলের খবর পাওয়া যায়। শুধু তাই নয়, বেশ কিছু জায়গায় ইভিএম বিভ্রাটের খবর সামনে আসে। আবার অন্যদিকে রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী আলি ইমরান রমস আলি ওরফে ভিক্টরকে দেখে গোয়ালপোখরে জয় বাংলা স্লোগান। স্লোগান দিল তৃণমূল কর্মীরা। তবে মাথা ঠান্ডা রাখলেন ভিক্টর। তাঁর পাল্টা মন্তব্য, জয় বাংলা স্লোগানে অসুবিধা কোথায়? এখানেই শেষ নয় চোপড়ার আমতলা বুথে উত্তেজনা। বুথের একশো মিটারের মধ্যে জমায়েত করার অভিযোগ। পরিস্থিতি দেখেই এগিয়ে আসে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানরা তাঁদের দেখে লাঠি উঁচিয়ে তাড়া করেন। পরে এলাকা ফাঁকা হয়।