Weather Update: নামছে পারদ, মেঘলা আকাশেও স্পষ্ট আবহাওয়ার পরিবর্তন

News Desk, Kolkata: আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট। ভোরের দিক থেকে তাপমাত্রা পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রত্যেক জেলাতেই আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস এবং অঙ্ক সেটাই…

Weather Update

News Desk, Kolkata: আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট। ভোরের দিক থেকে তাপমাত্রা পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রত্যেক জেলাতেই আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস এবং অঙ্ক সেটাই বলছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে । পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ৪-৫ দিন দিন-রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়েছে ১.৮ মিলিমিটার।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি পাঁচটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা ছাড়াও হিমালয় সংলগ্ন বাকি দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে সমতলের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী ৪-৫ দিন কিংবার রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।