বিয়ের বাজারে হুড়মুড়িয়ে কমল সোনার দাম! কলকাতায় আজ সোনার দাম কত, জেনে নিন একনজরে

বিয়ের মরশুমে কলকাতার বাজারে কমল সোনার দাম। এমনিতে বর্তমান সময়ে সোনা বা রুপো মধ্যবিত্ত ঘরের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। তবে অবশ্য সোনা বা রুপোর…

Gold Rate And Silver Price Today on December 6, 2024: Check latest Rates in

বিয়ের মরশুমে কলকাতার বাজারে কমল সোনার দাম। এমনিতে বর্তমান সময়ে সোনা বা রুপো মধ্যবিত্ত ঘরের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। তবে অবশ্য সোনা বা রুপোর দামে ওঠানামা অব্যাহত রয়েছে। সোনা যেমন চকচক করছে, তেমন দামেও ব্যাপক হেরফের লক্ষ্য করা গেল আজ।

বাজারে এল Kotak BSE PSU Index ফান্ড, রইল বিস্তারিত

   

আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১০০ টাকা কমে হয়েছে ৬৭, ৫০০। অন্যদিকে ১০০ গ্রাম সোনার দাম ১হাজার টাকা কমে হয়েছে ৬ লাখ ৭৫ হাজার টাকা। আজ শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১১০টাকা কমে হয়েছে ৭৩, ৬৪০টাকা। অন্যদিকে ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৫৫,২৩০ টাকা। যা গতকালের চেয়ে ৮০টাকা কমেছে। আবার অন্যদিকে ১০০ গ্রাম সোনার গতকালের চেয়ে ৮০০ টাকা কমে হয়েছে ৫, ৫২, ৩০০।

আজ কলকাতায় ১০ গ্রাম রুপোর দাম ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৯৫২ টাকায়। অন্যদিকে ১০০ গ্রামের দাম ৩০ টাকা অবধি বিক্রি হচ্ছে ৯,৫২০ টাকা হয়েছে। এর পাশাপাশি ১ কেজি রুপোর দাম ৩০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৯৫, ২০০টাকায়।

যুদ্ধে আর্থিক বিপর্যয়, ৪৬ হজার ইজরায়েলি কোম্পানি বন্ধ

জিএসটি, মেকিং চার্জ এবং অন্যান্য কর ইস্যু করা দামের সাথে যুক্ত হয় না। লোকেরা 8955664433 একটি মিসড কল দিয়ে ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার গহনার খুচরা দরও পেতে পারেন। এ ছাড়া www.ibja.co বা ibjarates.com গিয়েও মানুষ এই হারের তথ্য পেতে পারেন।

Advertisements