কার্নিভালের দিন ১০ জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

রবিবার বাংলা থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিয়েছে। এমনকি এদিনই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলা থেকে বর্ষার বিদায় ঘটেছে। আজ মঙ্গলবারে কার্নিভালের দিন কেমন থাকবে কলকাতা…

today west bengal weather update 15 October

রবিবার বাংলা থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিয়েছে। এমনকি এদিনই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলা থেকে বর্ষার বিদায় ঘটেছে। আজ মঙ্গলবারে কার্নিভালের দিন কেমন থাকবে কলকাতা সহ বিভিন্ন জেলার আবহাওয়া (Weather Update)? আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, যেহেতু বাংলা থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে তাই মঙ্গলবারে কলকাতার দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে বজ্রবিদ্যুতের তেমন কোন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সবমিলিয়ে আজকে কলকাতায় তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আর তাই উপকূলের জেলা-সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

   

দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মঙ্গলবার অর্থাৎ আজ রাজ্যের অনেক জেলাতেই একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা যাচ্ছে, উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ১০ জেলায় টানা বৃষ্টি হতে পারে। কিন্তু ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে বর্তমানে গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি হলেও খুব অল্প জায়গাতেই হবে। সবমিলিয়ে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। জানা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরী হয়েছে। কিন্তু এর প্রভাব পশ্চিমবঙ্গের ওপরে খুব একটা না পড়লেও দক্ষিণ উপকূলে অন্ধ্রপ্রদেশের দিকে এর প্রভাব পড়বে। তাহলে এবার দেখে নেওয়া যাক, কবে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আজ অর্থাৎ ১৫ অক্টোবর দার্জিলিং, কালিম্পং, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৬ অক্টোবর দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে, আলিপুরদুয়ারেও বৃষ্টি হতে পারে।

অন্যদিকে ১৭ অক্টোবর এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ১৮ অক্টোবর ঝাড়গ্রাম, মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে।