ফের ব্যস্ত সময়ে বন্ধ দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা

ফের ব্যস্ত সময়ে যাত্রীভোগান্তি৷ সকাল পৌনে ৯টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক স্টেশন পর্যন্ত মেট্রো(kolkata Metro) পরিষেবা বন্ধ হয়ে যায়। যান্তিক গোলযোগের(kolkata Metro) কারণে বন্ধ…

On the day of Kali Puja, special metro announcements have been made by Kolkata Metro to alleviate passenger hardships.

ফের ব্যস্ত সময়ে যাত্রীভোগান্তি৷ সকাল পৌনে ৯টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক স্টেশন পর্যন্ত মেট্রো(kolkata Metro) পরিষেবা বন্ধ হয়ে যায়। যান্তিক গোলযোগের(kolkata Metro) কারণে বন্ধ হয়ে যায় পরিষেবা৷ এর ফলে অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের।

মঙ্গলবার সকালে মেট্রোর তরফে বিভিন্ন স্টেশনে ঘোষণা করা হয়, যান্ত্রিক গোলযোগের কারণে দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। কখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

   

যদিও প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দমদম এবং নোয়াপাড়া স্টেশনের মাঝে ৭৫০ ভোল্ট বিদ্যুৎ না থাকার কারণেই মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, সোমবার সকালেই ফের মেট্রোয় (Kolkata Metro) আত্মহত্যার চেষ্টা করে৷ এই ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ-এ ব্যাহত হল মেট্রো(Kolkata Metro) পরিষেবা।

ব্লু লাইনে আপাতত মেট্রো চলছে সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত(Kolkata Metro)। অন্য দিকে, দমদম এবং দক্ষিণেশ্বরের মাঝেও মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।কলকাতা মেট্রো সূত্রে খবর, সোমবার বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ এক ব্যক্তি শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলেন। দমদমগামী মেট্রো আসামাত্রই তার সামনে ঝাঁপ দেন তিনি।