Weather Today: পৌষে শীত গায়েব!

বড়দিনে শীত প্রায় উধাও ছিল। সোয়েটার হাতে নিয়ে উৎসবের দিন উপভোগ করেছিলেন বঙ্গবাসী। এবার বর্ষশেষেও নিরাশ হতে হবে শীতপ্রেমীদের।জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই (Weather) বলে জানাল…

বড়দিনে শীত প্রায় উধাও ছিল। সোয়েটার হাতে নিয়ে উৎসবের দিন উপভোগ করেছিলেন বঙ্গবাসী। এবার বর্ষশেষেও নিরাশ হতে হবে শীতপ্রেমীদের।জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই (Weather) বলে জানাল হাওয়া অফিস । সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হবে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শুধু শনিবার নয়, আগামী সাত থেকে আট দিন তাপমাত্রা কমছে না। শীত কার্যত হাত গুটিয়ে বসে থাকবে আরও অন্তত এক সপ্তাহ। তারপর তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে।

কলকাতায় আজ সকালের তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন ১৬-১৭ ডিগ্রির আশপাশেই থাকবে তাপমাত্রা।দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তারই জেরে বাড়ছে পুবালি হাওয়ার দাপট। কমেছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব।

উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে বৃষ্টি ও পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। হালকা তুষারপাত হতে পারে সান্দাকফুসহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায়।

অপরদিকে আগামী দু’দিন কনকনে ঠান্ডার সম্ভাবনা রয়েছে দেশের একাধিক অংশে। কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে দিল্লি-NCR এলাকায়। একটি অ্যাডভাইজারি প্রকাশ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বলা হয়েছে, বিমান পরিষেবা, রেল পরিষেবা এবং রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বিঘ্নিত হতে পারে স্বাভাবিক জনজীবন।