আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন, ফের বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

কলকাতা: দ্রুত হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ সরস্বতী পুজোর আগেই এই পরিবর্তন দেখা যাবে৷ ফেব্রুয়ারির শুরুর দিকে শীতের প্রকোপ অনেকটাই কমে গিয়েছিল৷ তবে…

কলকাতা: দ্রুত হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ সরস্বতী পুজোর আগেই এই পরিবর্তন দেখা যাবে৷ ফেব্রুয়ারির শুরুর দিকে শীতের প্রকোপ অনেকটাই কমে গিয়েছিল৷ তবে মেঘাচ্ছন্ন, বৃষ্টির আবহাওয়া বদলে যেতেই ফের নতুন করে শীতের আগমন৷ তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গে৷ সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস৷ সরস্বতী পুজোর দিন ২০ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮-২৯ ডিগ্রির আশপাশে৷

শুষ্ক আবহাওয়া থাকবে তিলোত্তমায়৷ সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা নামার সম্ভাবনা রয়েছে৷ তবে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নীচে নামার সম্ভাবনা নেই৷ সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে৷ শনিবার পর্যন্ত আরও একটু কমবে উষ্ণতা৷ সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা৷

কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম৷ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম৷ বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৩৩ থেকে ৮৬ শতাংশ৷