ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে আন্দোলনের পথ অবলম্বন করতে চলেছে তৃণমূল (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে খবর, খুব শীঘ্র কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পথে নামতে চলেছে তাঁরা। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং একশো দিনের কাজ, এই দুই কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে লাগাতার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। একশো দিনের কাজের ক্ষেত্রে কেন্দ্রেরই সাম্প্রতিক একটি পরিসংখ্যানকে হাতিয়ার করে ‘বঞ্চনা’র অভিযোগ আরও বেশি করে সামনে আনতে চাইছে তারা।
অলিম্পিক্স ফাইনালে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট, দঙ্গল-কন্যা গড়লেন বিরাট নজির
লোকসভার চলতি অধিবেশনে একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ২০১৯-২০ থেকে চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের ২৪,০৫,৮৫৯টি জব কার্ড বাতিল করা হয়েছে। উত্তরপ্রদেশে ৪১,৪২,৯৪৫টি, ওড়িশায় ৮২,৪২,৯৪৫টি, মধ্যপ্রদেশে ৩৭,৪৪,১৬০টি এবং এনডিএ শরিক দল শাসিত অন্ধ্রপ্রদেশে ৩৫,৫৪,১৯৩টি কার্ড বাতিল হয়েছে। কেন্দ্রের এই পরিসংখ্যানকে সামনে রেখেই তৃণমূল নেতাদের অভিযোগ, ওই রাজ্যগুলিতে ভুয়ো জব কার্ড বানিয়ে দুর্নীতি হলেও তাদের টাকা বন্ধ হয়নি।
Job card deleted.
2019-20 to 30.7.24
Look at the list and ask Delhi, why the fund for WB is being stopped? What about UP, Orissa, MP, AP and others?
Why are their funds have not been stopped?
Delhi has to clear WB’s due in every schemes immediately. pic.twitter.com/WU3BcCr3ht— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 6, 2024
এই প্রসঙ্গে কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে একটা তালিকা পোস্ট করেন। সেখানে ২০১৯-২০ থেকে ২০২৪-এর ৩০ জুলাই পর্যন্ত ভুয়ো জবকার্ড বাতিলের তালিকা রয়েছে। সেই তালিকায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের থেকে ভুয়ো জবকার্ড বাতিলে অনেক এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। তারপরও শুধু বাংলার প্রাপ্য আটকেই ক্ষান্ত কেন্দ্র। অন্য রাজ্যের ক্ষেত্রে তারা হাত গুটিয়ে রয়েছে। তাদের টাকা আটকায়নি। বঞ্চনা শুধু বাংলার সঙ্গে।