উত্তরবঙ্গ থেকে ফেরার পথে দুর্যোগের মধ্যে হেলিকপ্টার অবতরণের সময় মুখ্যমন্ত্রী পায়ে ও কোমরে চোট পেয়েছেন। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তবে পায়ে চোট নিয়ে পঞ্চায়েত ভোটে ভার্চুয়াল প্রচারে মুখ্যমন্ত্রী।
ভার্চুয়াল প্রচারে বীরভূমকেই বেছে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের হয়ে ফের বার্তা দিলেন মমতা। তিনি বলেন, কেষ্ট আমাদের ঘরের ছেলে।
গোরু পাচার মামলায় অনুব্রত (কেষ্ট) মণ্ডল তিহার জেলে বন্দি। বারবার তার জামিন আবেদন খারিজ হয়েছে। অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত ভোটের ভার গেছে তার বিরুদ্ধ গোষ্ঠির নেতা কাজল শেখের হাতে। জেলায় অনুব্রত ও কাজল শেখের গোষ্ঠিদ্বন্দ্ব চরমে।
অনুব্রত মণ্ডল জেলে গেলেও তাকেই বীরভূমের জেলা তৃণমূল সভাপতি পদে রাখা হয়। বারবার অনুব্রতর হয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, কেষ্টকে ফাঁসানো হয়েছে। ও আমাদের ঘরের ছেলে।