২১শের মঞ্চে অভিষেকের মুখে নিট কেলেঙ্কারি, পার্থর তুলনা টেনে ধর্মেন্দ্রকে গ্রেফতারের দাবি

২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরাট মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসএসসি দুর্নীতির পাল্টা এবার তিনি নিট কেলেঙ্কারি (NEET UG Scam) নিয়ে বিরাট…

ABHISHEK BANERJEE

২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরাট মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসএসসি দুর্নীতির পাল্টা এবার তিনি নিট কেলেঙ্কারি (NEET UG Scam) নিয়ে বিরাট মন্তব্য করলেন।

আজ ২১শে জুলাই শহীদ দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় মঞ্চ বেঁধে এই বিরাট জনসভার আয়োজন করেছে শাসক দল। আর এই সভামঞ্চ থেকেই মোদী সরকারের আমলে অন্যতম বড় নিট কেলেঙ্কারি নিয়ে সওয়াল করলেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ। তিনি বললেন, ‘এসএসসি দুর্নীতির জন্য পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। সেখানে নিট কেলেঙ্কারির জন্য কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হবে না? কেন তাঁর বাড়িতে রেইড করানো হবে না? এরকম বৈষম্য কেন?’

   

উল্লেখ্য, মেডিকেল কলেজে ভর্তির জন্য, এনটিএর এনইইটি ইউজি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। দেশের সবচেয়ে কঠিন পরীক্ষার তালিকায় রাখা হয়েছে এটিকে। NEET UG পরীক্ষার মাধ্যমে, লক্ষ লক্ষ ভিড় থেকে শীর্ষ প্রার্থীদের নির্বাচন করা হয়। তবে এখন এই পরীক্ষা এবং এটি পরিচালনাকারী সংস্থা অর্থাৎ এনটিএ তদন্তাধীন রয়েছে। অনুগ্রহ করে বলুন যে NEET UG পরীক্ষা ৫ মে অনুষ্ঠিত হয়েছিল। এনইইটি ইউজি পেপার ফাঁসের কারণে এটি এখনও আলোচনায় রয়েছে।

নিট ইউজি পেপার ফাঁস কেলেঙ্কারির তদন্ত চলছে বিভিন্ন রাজ্যে। মানুষের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেমন কোথায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কীভাবে হয়েছে, কারা এর সঙ্গে জড়িত ইত্যাদি। নিট কেলেঙ্কারির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। নিট ইউজি পেপার ফাঁস মামলায় প্রতিদিনই নতুন নতুন স্তর উন্মোচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বা মেডিক্যাল কলেজে ভর্তির সময় এর আগে কোনও কারচুপি হয়েছে কিনা সে প্রশ্নও উঠছে।