Weather: জোড়া ঘূর্ণাবর্তের ধাক্কায় জোর বৃষ্টির পূর্বাভাস

Weather: জোড়া ঘূর্ণাবর্ত হামলায় বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েকটি জেলায়। গত দু সপ্তাহে বৃষ্টির দাপট দেখেছে গোটা রাজ্য। ভিজেছে একাধিক জেলা। এবার আবহাওয়া দফতর সূত্রে খবর,…

Weather: জোড়া ঘূর্ণাবর্ত হামলায় বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েকটি জেলায়। গত দু সপ্তাহে বৃষ্টির দাপট দেখেছে গোটা রাজ্য। ভিজেছে একাধিক জেলা। এবার আবহাওয়া দফতর সূত্রে খবর, একদিকে জোড়া ঘূর্ণাবর্ত, সঙ্গে মৌসুমী অক্ষরেখা এই দুই মিলিয়ে আপাতত চলবে বৃষ্টি।

এক বিশাল ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে যা বিহারের সীতামারী ও কিষাণগঞ্জ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। গতকালের পর আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।

বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ায় সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা গুলিতে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

উত্তরে কমবে বৃষ্টির পরিমাণ। তবে তা ১৭ আগস্টের পর থেকে। বুধ ও বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। আগামী দু তিনদিন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেখানে কমলা সতর্কতা জারি হয়েছে।