আরজি কর-এর মোড় ঘোরাতে দেশে ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরলেন অভিষেক

আরজি কর-কাণ্ডে অবশেষে ফের নীরবতা ভাঙলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ধর্ষণ বন্ধে কড়া আইন লাগু করার দাবি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫০ দিনে ধর্ষকের…

আরজি কর-কাণ্ডে অবশেষে ফের নীরবতা ভাঙলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ধর্ষণ বন্ধে কড়া আইন লাগু করার দাবি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫০ দিনে ধর্ষকের দাবি করলেন তৃণমূল সাংসদ।

কলকাতায় ৩১ বছর বয়সী এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা এখনও দেশব্যাপী বিক্ষোভ চলছে। তরুণী চিকিৎসকের সঙ্গে বর্বরতার ঘটনা গোটা দেসকে রীতিমতো নাড়িয়ে রেখে দিয়েছে। কিন্তু আরজি কর-কাণ্ডে একদিকে যখন সমগ্র দেশ উত্তাল তখন এক বিস্ফোরক পরিসংখ্যান তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘গত ১০ দিন ধরে, যখন জাতি আরজি কর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদ করছে এবং ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ করছে, তখন ভারতের বিভিন্ন অংশে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে। দুঃখজনকভাবে, একটি স্থায়ী সমাধান এখনও বেশিরভাগ ক্ষেত্রে অমীমাংসিত অবস্থাতেই রয়ে গেছে।’

   

ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ আরও বলেন, ‘প্রতিদিন ৯০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, প্রতি ঘণ্টায় ৪টি এবং প্রতি ১৫ মিনিটে ১টি করে ধর্ষণের ঘটনা ঘটেছে, একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপের তাগিদ স্পষ্ট। আমাদের এমন কঠোর আইন দরকার যা ৫০ দিনের মধ্যে বিচার ও দোষী সাব্যস্ত করার বাধ্যবাধকতা দেয়, তারপরে কঠোরতম শাস্তি দেয়, কেবল ফাঁকা প্রতিশ্রুতি নয়। রাজ্য সরকারগুলিকে অবশ্যই কাজ করতে হবে এবং জরুরি ভিত্তিতে ইউনিয়নকে একটি বিস্তৃত ধর্ষণ বিরোধী আইনের জন্য চাপ দিতে হবে। দ্রুত এবং কঠোর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

কলকাতায় ওই চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে। প্রশিক্ষণার্থী চিকিৎসকের নিষ্ঠুরতার সঙ্গে যে সমস্ত দিক জড়িত, সেই সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। একই সঙ্গে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ সিবিআইকে বৃহস্পতিবার মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে আজ এই মামলায় শুরু হয়েছে শুনানি। ঘটনার স্টেটাস রিপোর্ট ইতিমধ্যে নাকি মুখবন্দী খামে জমা দিয়েছে সিবিআই বলে খবর।