দলের কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তাদের প্রতি ক্ষোভ উগরে দিলেন মদন। মদন মিত্র দলের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “কিছু দালাল চিটিংবাজ দলের মধ্যে ঢুকে, নোংরামি করে দলকে ময়লা করার চেষ্টা করছে বলে আক্ষেপ তৃণমূল নেতার।”
তৃণমূল বিধায়ক বলেন, “আমার তো আর কয়েকদিন। ২৬-এর পর দাঁড়ানোর জায়গা থাকবে বলে মনে হয় না। তবে সৌগতদা নিশ্চয় ২৪ দাঁড়াবেন। দলটাকে বাঁচান। পার্টি বাঁচলে আমরা বাঁচব। দলকে ভাল না লাগলে দল করবেন না। কিন্তু বিজেপি-সিপিএমকে তেল দিয়ে আমাদের দলের একাংশ রাতের অন্ধকারে তৃণমূলকে চোর বানাচ্ছে। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। আমরা তাদের ঘৃণা করি।”
উল্লেখ্য, এসএসকেএম বিতর্কের সময় দলের বিরুদ্ধে বেলাগাম মন্তব্য করেন তৃণমূল নেতা মদন মিত্র। পদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। মদন দলের বিরুদ্ধে জানিয়েছিলেন, “তিনি কামারহাটি থেকে নির্বাচিত হয়েছেন। তৃণমূল তাকে নির্বাচিত করেনি।” তৃণমূল নেতা বলেছিলেন, “আমি কৃতজ্ঞ, আমাকে প্রতীক দিয়েছে তৃণমূল, কিন্তু জিতিয়েছে জনগণ। কেউ যদি বলে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত দল, তাহলে রাষ্ট্রবিজ্ঞান ও সংবিধান পড়ে আসুন। তৃণমূল কংগ্রেস কারও ব্যক্তিগত নয়।”