TMC: লোকসভা ভোটের আগে জোর ধাক্কা তৃণমূলে, প্রয়াত হেভিওয়েট তৃণমূল বিধায়ক

লোকসভা ভোটের আগে জোরদার ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল (TMC)। বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চিন্তার বাজ ভেঙে পড়েছে, কারণ লোকসভা ভোটের আগেই প্রাক্তন…

Idris Ali

লোকসভা ভোটের আগে জোরদার ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল (TMC)। বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চিন্তার বাজ ভেঙে পড়েছে, কারণ লোকসভা ভোটের আগেই প্রাক্তন তৃণমূল সংসদ ইদ্রিশ আলিকে (Idris Ali) হারালো তৃণমূল।

Advertisements

জানা গিয়েছে, বিগত বেশ কিছু সময়ে ধরে তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি ক্যান্সারে (Cancer) আক্রান্ত হয়েছিলেন। সেইসঙ্গে দোসর তো ছিলই বার্ধক্যজনিত রোগ। তবে এবার জীবনযুদ্ধে হার মানলেন ইদ্রিশ আলি। ভোটের আগে এখানে নেতার আকস্মিক মৃত্যু রাজনৈতিক জগতের ক্ষেত্রে একটি অপূরণীয় ক্ষতি তা বলাই চলে। মৃত্যুকালে বিধায়কের বয়স হয়েছিল ৭৩ বছর।

   

ইদ্রিশ আলি শুক্রবার হাওড়া (Howrah) জেলার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বিধায়ক আলি (৭৩) রাত ২টো ২০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দলীয় এক নেতা বলেন, ‘ইদ্রিশ আলি কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠলেও অসুস্থ ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি ঠিকমতো হাঁটতে অবধি পারছিলেন না। প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে ১৩ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।’

রাজ্য বিধানসভার চলতি বাজেট অধিবেশনে অংশ নিতে পারেননি ইদ্রিশ আলি। কংগ্রেস দিয়ে রাজনৈতিক জীবন শুরু করে পরে তৃণমূলে যোগ দেন তিনি। এরপর ২০১৪ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে নির্বাচিত হন তিনি।

Advertisements