Monday, December 8, 2025
HomeWest BengalKolkata CityMurshidabad: তৃণমূল ছাড়ার হঙ্কার দিলেন বিধায়ক হুমায়ূন কবীর, নতুন দল গড়ে মমতাকেই...

Murshidabad: তৃণমূল ছাড়ার হঙ্কার দিলেন বিধায়ক হুমায়ূন কবীর, নতুন দল গড়ে মমতাকেই চ্যালেঞ্জ

- Advertisement -

বিদ্রোহী হিসেবে চিহ্নিত হয়েছেন। দল থেকে পাঠানো হলো কারণ দর্শানোর নোটিশ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেই নোটিশ পেয়েই আরও আক্রমণাত্মক ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ূন কবীর। তিনি নতুন দল করবেন বলে জানালেন। বিধায়ক দলত্যাগ করতে চলেছেন এমন বার্তায় মুর্শিদাবাদ সরগরম। কালীঘাটেও প্রবল আলোড় পড়ে গেল।

নোটিশ পেয়েই হুমায়ূন কবীরের হুঙ্কার, “দেখিয়ে দেব আমি মানুষ কার সাথে আছে?” মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমনই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর। একরাশ অভিযোগ তুলেছেন তিনি।

   

সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটে বিদ্রোহী তালিকাভূক্ত হন। জানা যাচ্ছে হুমায়ূনের সাথে আরও চার বিধায়ক দলত্যাগ করতে পারেন। তবে তাদের নাম এখনও স্পষ্ট করেননি হুমায়ূন কবীর। এই চার বিধায়ক পঞ্চায়েত ভোটে বিদ্রোহী তালিকাভুক্ত ছিলেন।

পঞ্চায়েত ভোটে নিজ অনুগামীদের প্রার্থী করতে না পেরে নির্দল হিসেবে ভোটে লড়িয়ে দেন ভরতপুরের বিধায়ক। তাঁর পথ ধরেন মুর্শিদাবাদ জেলার আরও কয়েকজন বিধায়ক। এই তালিকায় সামিল রেজিনগরের রবিউল আলম চৌধুরী, নওদার শাহিনা মমতাজ, জলঙ্গীর আব্দুল রেজ্জাক। এই বিধায়করাও হুমায়ূন কবীরের নতুন দলে জুড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীরের পাশে রয়েছেন জেলার আরও তিন বিধায়ক। কবীরের বিরুদ্ধে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কোনও পদক্ষেপ নিলেই তারাও একযোগে পদত্যাগ করবেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular