Dengue: ন্যাশনাল লাইব্রেরি, কোল ইন্ডিয়াকে জরিমানা কলকাতা পুরসভার

ডেঙ্গু মোকাবিলায় কড়া কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুরসভা। এবার ন্যাশনাল লাইব্রেরি (National Library) ও কোল ইন্ডিয়াকে (Coal…

dengue-malaria-mosquito

ডেঙ্গু মোকাবিলায় কড়া কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুরসভা। এবার ন্যাশনাল লাইব্রেরি (National Library) ও কোল ইন্ডিয়াকে (Coal India) জরিমানা করল কলকাতা পুরসভা। এছাড়া নোটিস দেওয়া হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষকে।

ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ দাবি করেছেন যে ডেঙ্গু নিয়ে তৎপর পুরসভা। অতীন ঘোষ বলেছেন যে কলকাতার হাসপাতালে যে ডেঙ্গু আক্রান্তদের মৃত্যু হয়েছে তারা সকলেই অন্য জেলার বাসিন্দা। এছাড়াও তিনি বলেছেন যে কলকাতায় ডেঙ্গু আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি থেকে লার্ভা মিলেছে বলে দাবি করেছেন ডেপুটি মেয়র (Deputy Mayor)। রাজ্যে বেড়ে চলেছে ডেঙ্গুর দাপট। এবার তার জন্য সচেতনতার অভাবকেই দায়ী করলেন অতীন ঘোষ (Atin Ghosh)।

   

রাজ্যে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের (Dengue Menace) সংখ্যা। মৃত্যু সংখ্যাও ক্রমশ উর্ধগামী। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে বেশ কিছু জায়গায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। ১২ দিনে ৭ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ্যে। গতকাল শুক্রবার মৃত্যু হয় আরও এক ডেঙ্গু আক্রান্তের।

জানা যায়, ৪৫ বছর বয়সী অনিমা সর্দারের মৃত্যু হয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। অনিমা সর্দার বারুইপুরের বাসিন্দা। তাকে গতকাল বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতে তাকে বিদ্যাসাগর হাসপাতাল থেকে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে রেফার করা হয়।

কলকাতার এম আর বাঙুর হাসপাতালে আসার পর তাকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন তার মধ্যে ডেঙ্গুর সব রকমের উপসর্গ ছিল। তবে শেষ রক্ষা করা যায়নি। শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

কলকাতায় থাবা বসিয়েছে ডেঙ্গু। দিনের পর দিন বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে দোসর হয়েছে ম্যালেরিয়া। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বঙ্গে ফের দাপাদাপি শুরু করেছে ম্যালেরিয়া। জানা গিয়েছে বেলেঘাটা আইডি-তে (Beleghata ID) ম্যালারিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪ জন। ম্যালেরিয়া আক্রান্তদের মধ্যে ৩ জন পুরুষ এবং ১ জন মহিলা। অপরদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি-তে ভর্তি রিয়েছেন ১০ জন। এম আর বাঙুর হাসপাতালে (M.R. Bangur Hospital) ম্যালারিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এম আর বাঙুরে ভর্তি রয়েছেন ১৫ জন। এরমধ্যে ১ জন ম্যালারিয়া এবং ডেঙ্গু দুটোটেই আক্রান্ত।

চলতি মাসে এই নিয়ে রাজ্যে ৭ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১ জন কলকাতার বাসিন্দা, অন্য ৬ জন জেলার বিভিন্ন প্রান্তের। একের পর এক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে রাজ্যজুড়ে।