Coal Smuggling Scam: ইডি হাজিরা এড়ালেন মন্ত্রী মলয় ঘটক

ফের ইডি-র হাজিরা এড়ালেন মলয় ঘটক। কয়লা পাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল তার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জানিয়েছে যে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক চিঠি দিয়ে…

ফের ইডি-র হাজিরা এড়ালেন মলয় ঘটক। কয়লা পাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল তার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জানিয়েছে যে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক চিঠি দিয়ে জানিয়েছেন যে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি দেল্লে যেতে পারছেন না।

ইডির তরফে জানানো হয়েছে যে আদালতের নির্দেশ মত প্রতিবার ১৫ দিনের সময় দিয়ে মলয় ঘটককে ডাকা হচ্ছে, কিন্ত তিনি নানারকম কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ। ইডি এই বিষয়টিকে আদালত অবমাননা বলেই মনে করছে। এর বিষয়ে কেন্দ্রীয় এজেন্সি আইনজীবীর পরামর্শ নিচ্ছে বলে জানা যাচ্ছে।

   

এর আগে, ২০ ও ২৬ জুন তৃণমূলের এই হেভিওয়েট মন্ত্রী মল্য ঘটককে তলব করে ইডি। হাজিরা না দিয়ে ইডি-কে মলয় ঘটক জানিয়েছিলেন যে পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত আছেন এবং সেই কারণে হাজিরা দিতে পারছেন না তিনি। সুত্র মারফত জানা যাচ্ছে যে ED-কে চিঠি পাঠিয়ে মলয় ঘটক জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। ভোট মিটলে হাজিরা দেবেন। হাজিরার জন্য আরও সময় চেয়েছিলেন তিনি। এমনকী চিঠির কপি তিনি দিল্লি হাইকোর্টেও দিয়েছিলেন।

ইডি সূত্রে খবর যে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করা হবে। মলয় ঘটক আইন ও শ্রম মন্ত্রী এবং আসানসোলের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল বিধায়ক। এই নিয়ে মলয় ঘটককে ১০ বার নোটিস পাঠালো ইডি। মাত্র একবার হাজিরা দিয়েছেন তিনি।