Purba Bardhaman: ‘দাদা ভোট তো শেষ তবে…’ মেমারিতে হাত জোড় করে তৃণমূল নেতারা হাঁটলেন

রাস্তায় হাত জোড় করে তৃণমূল নেতারা হাঁটছেন। নেতৃত্বে মেমারি পুরসভার চেয়ারম্যান। পথচলতি সবাই হাঁ করে দেখছেন। উড়ে এলো মন্তব্য, দাদা ভোট তো শেষ তবে এখন…

রাস্তায় হাত জোড় করে তৃণমূল নেতারা হাঁটছেন। নেতৃত্বে মেমারি পুরসভার চেয়ারম্যান। পথচলতি সবাই হাঁ করে দেখছেন। উড়ে এলো মন্তব্য, দাদা ভোট তো শেষ তবে এখন কেন নমস্কার করছেন! নেতারা সব শুনে হাঁটতেই থাকলেন। এমন ঘটনায় পূর্ব বর্ধমান জেলায় বেশ শোরগোল। পরে জানা গেল আসল কারণ।

বেশ কয়েক বছর ধরেই রাজ্য সরকারের পক্ষ থেকে পলিথিন বর্জন করার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে পলিথিন মুক্ত পুর এলাকা গঠন করার আহ্বান জানিয়ে পথে নেমেছেন পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা।

মেমারি পুরসভার পুরপতি স্বপন বিষয়ী, উপ পুরপতি সুপ্রিয় সামন্ত, সঙ্গে কাউন্সিলররা হাত জোড় করে পলিথিন বর্জনের আবেদন জানালেন। পুরসভার তরফে নির্দেশ, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ক্রেতা বা বিক্রেতারা পলিথিন ব্যবহার না করেন। সেই নিয়ম মানার জন্য কড়জোরে তারা সকলের কাছে আবেদন জানালেন।

এই সতর্কতামূলক অভিযানে মেমারি পুরসভার পদাধিকারীরা যেমন উপস্থিত ছিলেন তেমনি অন্যান্য ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। মূলত সাধারণ মানুষকে সচেতন করতে এবার পদযাত্রার আয়োজন করল মেমারি পুরসভা। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা হাতজোড় করে ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার না করার অনুরোধ করেন।

পলিথিন ব্যবহারের ফলে বর্ষায় নিকাশি ব্যবস্থায় সমস্যা দেখা দিচ্ছে। যত্রতত্র পলিথিন পড়ে দূষিত হচ্ছে পরিবেশ। এর সঙ্গেই ড্রেনে পলিথিন জমে জল আটকে থাকছে, বর্ষা হলে তা উপচে পড়ছে। বৃষ্টি আরো বাড়লে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তারা জানিয়েছেন, কড়জোরে অনুরোধ করছি আজ থেকে কোনও প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবেন না। আর যদি ব্যবহার করেন তাহলে দিতে হবে ৫০০ টাকা জরিমানা। এর সঙ্গেই পুর পরিষেবা বন্ধ করতে আমরা বাধ্য হব।

এর সঙ্গেই তারা ফুটপাতে ব্যবসা করা ব্যবসায়ীদের জানিয়ে দেয় যে, এবার থেকে যেন ফুটপাথ দখল করে ব্যবসা না করা হয়। তার পরেও যদি তারা না মানেন তাহলে সমস্ত ব্যবসার সামগ্রী পুরসভা বাজেয়াপ্ত করতে বাধ্য হবে।