TMC: বালু গ্রেফতার, মন্ত্রিত্ব থেকে দ্রুত সরানোর চাপে জর্জরিত মমতা

ইডি গ্রেফতার করেছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। শেষ রাতে গ্রেফতার করা হয়। সকাল হতেই রাজ্য সরগরম। রাজনৈতিক মহলে প্রশ্ন, মমতার. অতি প্রিয় বালুকে কবে মন্ত্রিসভা থেকে…

ইডি গ্রেফতার করেছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। শেষ রাতে গ্রেফতার করা হয়। সকাল হতেই রাজ্য সরগরম। রাজনৈতিক মহলে প্রশ্ন, মমতার. অতি প্রিয় বালুকে কবে মন্ত্রিসভা থেকে সরানো হবে। গুঞ্জন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তৃণমূল (TMC) অন্দরের একটি মহল চাপ তৈরি করছে। মুখ্যমন্ত্রী প্রবল বিপর্যস্ত।

নিয়োগ দুর্নীতির তদন্তে বিপুল বেআইনি সম্পদ ও টাকা উদ্ধারের পর তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তাঁকে দলীয় সাংগঠনিক পদ ও মন্ত্রীত্ব থেকে সরান মুখ্যমন্ত্রী। এবার রেশন দুর্নীতিতে ফের মন্ত্রিসভার অপর সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার। তাঁকে মন্ত্রিসভা থেকে সরাতে তৃণমূলেরই একটি শক্তিশালী চক্র মমতার উপর চাপ তৈরি করছে বলেই জানা যাচ্ছে।

   

জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি নিয়ে গতকালই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন,”বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) শরীর খুব খারাপ। আজ যদি ও মরে যায়, তাহলে আমি কিন্তু ইডি ও বিজেপির বিরুদ্ধে এফ‌আইআর করব। এর আগে সুলতান আহমেদের সঙ্গে হয়েছে, প্রসূন মুখার্জির সঙ্গে হয়েছিল, সেই কারণেই প্রসূন মূখার্জির ব‌উ মারা গিয়েছিল।” মমতার এই বিস্ফোরক মন্তব্যের পর মন্ত্রী গ্রেফতার হতে পারেন বলে তৃণমূল মহলে আশঙ্কা ছড়ায়। সেই আশঙ্কা সত্যি হলো ভোর রাতে। তবে মন্ত্রী জানান তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকক শুক্রবার ভোর রাত ৩টে নাগাদ বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি গোয়েন্দারা। বৃহস্পতিবার প্রায় ২১ ঘণ্টা তল্লাশির জেরার পর শুক্রবার জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি।