ফের শীতের আগমন, কতদিন থাকবে এই আবহাওয়া জানাল হাওয়া অফিস

কলকাতা: ফের ফিরে এল শীত৷ মিলে গেল হাওয়া অফিসের পূর্বাভাস৷ একদিনেই ৩ ডিগ্রির বেশি পারদপতন কলকাতায়৷ তবে এই আবহাওয়া খুব বেশিদিন স্থায়ী হবে না বলেও…

কলকাতা: ফের ফিরে এল শীত৷ মিলে গেল হাওয়া অফিসের পূর্বাভাস৷ একদিনেই ৩ ডিগ্রির বেশি পারদপতন কলকাতায়৷ তবে এই আবহাওয়া খুব বেশিদিন স্থায়ী হবে না বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ এরকম আবহাওয়া আর কতদিন থাকবে? নতুন করে বৃষ্টির সম্ভাবনা আছে? শীত কি আবার কামব্যাক করবে? এই সমস্ত আপডেট জালান হাওয়া অফিস৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে হালকা শীত কিছুদিন থাকবে৷ তবে শীতের বিদায় আসন্ন৷ আগামী কিছুদিন সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কিছুটা নামবে৷ সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও বেলায় তাপমাত্রা বাড়বে৷ তবে অন্যান্য বছরের তুলনায় এবছর সরস্বতী পুজোর সময় ঠান্ডার আমেজ উধাও হয়ে যাবে৷

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি৷ জেলার তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির কাছাকাছি৷ শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে৷ সকালের দিকে কুয়াশা থাকবে বিক্ষিপ্ত ভাবে৷ তবে এরমধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ আগামী ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা ওঠা নামা করবে৷ তবে দার্জিলিঙে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে৷

জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই৷ তাই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বিদায় নেবে শীত৷ আপাতত এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷ বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম৷ বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫১ থেকে ৯৩ শতাংশ৷