Shashi Panja: ‘পশ্চিমবঙ্গে প্রাক-নির্বাচনী হিংসা শুরু’, জানালেন মন্ত্রী

লোকসভা ভোটের আগে দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা নিয়ে বিজেপিকে দোষীর কাঠগড়ায় তুলল রাজ্যের শাসক দল। শুধুমাত্র তাই নয়, বাংলায় ইতিমধ্যে ভোট পূর্ববর্তী হিংসাও শুরু হয়ে…

লোকসভা ভোটের আগে দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা নিয়ে বিজেপিকে দোষীর কাঠগড়ায় তুলল রাজ্যের শাসক দল। শুধুমাত্র তাই নয়, বাংলায় ইতিমধ্যে ভোট পূর্ববর্তী হিংসাও শুরু হয়ে গিয়েছে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)।

আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শশী পাঁজা জানান, “বিজেপি পশ্চিমবঙ্গে ভোট পূর্ববর্তী হিংসা শুরু করে দিয়েছে। এখন সে সব দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু এটাই সত্যি। আমরা মেদিনীপুরেও দেখেছি বিজেপি কীভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে।”

রাজ্যের মন্ত্রী আরও বলেন, “বিজেপির ঘোষিত তালিকা দেখুন, অধিকাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনও বলেছে তা ঘোষণা করতে হবে। নিশীথ প্রামাণিকও একজন অপরাধী, যদি কোনও অপরাধীকে প্রার্থী করা হয় তাহলে অবশ্যই অপরাধ হবে।” উল্লেখ্য, মঙ্গলবার রাতে কোচবিহার জেলার দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েকজন পুলিশকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

তৃণমূলের দিনহাটা বিধায়ক তথা কোচবিহারের লোকসভা সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক স্বীকার করে নিয়েছেন, সংঘর্ষের সময় তাঁরা উপস্থিত ছিলেন। দু’জনেই হিংসায় উস্কানি দেওয়ার জন্য একে অপরকে দোষারোপ করেছেন। বলা ভালো, ঘটনাকে কেন্দ্র করে দুই দল একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ি করতে শুরু করে দিয়েছে।