Arvind Kejriwal Arrest: গ্রেফতার মুখ্যমন্ত্রী, ‘বিজেপির এত ভয় কেন?’ প্রশ্ন তৃণমূলের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal Arrest)-কে ২১ মার্চ গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল রাতে ইডির টিম কেজরিওয়ালের বাসভবনে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর যে নাটকীয়তা…

arvind kejriwal

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal Arrest)-কে ২১ মার্চ গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল রাতে ইডির টিম কেজরিওয়ালের বাসভবনে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর যে নাটকীয়তা চলে, তা মুখ্যমন্ত্রীর গ্রেফতারির মধ্য দিয়ে শেষ হয়। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন তৃণমূল নেত্রী শশী পাঁজা (Shashi Panja)।

তিনি আজ শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, “এটা আদর্শ আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এর মধ্যে কেন্দ্রীয় এজেন্সি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করছে। বিজেপির এত ভয় কেন? এর আগে হেমন্ত সোরেনকে গ্রেফতার করে তারা। তারা যে ৪০০ আসনের কথা বলছে তা পাচ্ছে না।”

তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, ‘তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এবং নির্বিঘ্নে নির্বাচন পরিচালনার দাবি জানাবে।’