লোকসভা ভোটে শুভেন্দু-গড়ে ঘাসফুল ফোটানোর দায়িত্ব তাঁর (Debangshu Bhattacharya) ওপরেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লড়াই করেও জিততে পারেননি তৃণমূলের যুবনেতা তথা দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। একুশে জুলাইয়ের আগের দিন মমতার সঙ্গে দেখা হল দেবাংশুর। দুই জনের কথায় উঠে আসে তমলুকে ভোটের প্রসঙ্গ। তখনই কান্নায় ভেঙে পড়েন দেবাংশু।
নেত্রীকে দেবাংশু বলেন, ‘অনেক চেষ্টা করেছি।’ এরপর কার্যত আর কিছুই বলতে পারেননি তিনি। কান্নায় গলা ধরে আসে তাঁর। সেই সময় মমতা বলেন, আমি জানি ওরা সব কিনে নিয়েছিল, ওদের টাকা অনেক। তুই ভালো কাজ করেছিস। বিধানসভায় প্রতিশোধ নিতে হবে। এখন থেকেই প্রস্তুত হও। একইসঙ্গে সোশাল মিডিয়া টিমকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটে তমলুক আসনে বিজেপি প্রার্থী করেছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। কড়া প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াইয়ে মমতা ভরসা রেখেছিলেন দলের তরুণ-তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্যর ওপর। টানা প্রচার চালালেও জিততে পারেননি দেবাংশু। ভোটে হার মানতে হয়েছিল তৃণমূলের অন্যতম জনপ্রিয় তরুণ নেতাকে।
সাতসকালে মূলমঞ্চের সামনে জনতার ঢল, একুশে এবার রেকর্ড ভিড়?
ভোটের পর কালীঘাটে আয়োজিত ফলাফল পর্যালোচনার বৈঠকে দেবাংশুর আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। নেত্রীর ওপর অভিমান করে ফেসবুকে পোস্টও করেন দেবাংশু। তারপরে আর দু’জনের মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হয়নি। শনিবার একুশের মঞ্চ পরিদর্শনে আসেন মমতা। সেখানেই দেবাংশুর মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো।
মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর সাংবাদিকদের দেবাংশু জানিয়েছেন, দলনেত্রী সোশাল মিডিয়ার টিমকে আরও শক্তিশালী করার কথা বলেছেন। একইসঙ্গে লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে তাঁর চেষ্টার প্রশংসা করেছেন দলনেত্রী। পাশাপাশি এখন থেকেই বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার ভাষণ শুনতে ধর্মতলায় উত্তরবঙ্গের লক্ষ লক্ষ মানুষ