গোরু পাচার কান্ডে সিবিআইয়ের ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন না বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল (কেষ্ট)৷ ইমেইল মারফত তিনি (Anubrata Mondal) জানিয়ে দিয়েছেন সিবিআইকে৷ কিন্তু তিনি কলকাতায় হাজির। বোলপুর থেকে চিনার পার্কের ফ্ল্যাটে। অসুস্থ হয়েছেন বলে চিঠিতে সিবিআইকে জানিয়েছেন অনুব্রর আইনজীবী।
রবিবার সন্ধ্যেবেলায় চিনার পার্কের ফ্ল্যাটে উপস্থিত হন অনুব্রত মণ্ডল৷ তাঁর সঙ্গে দেখা করতে আসেন আইনজীবী অণির্বাণ গুহঠাকুরতা৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে কিছু বলাও সম্ভব নয়। অর্থাৎ সোমবার অনুব্রত মণ্ডল কী সিদ্ধান্ত নেবেন তা জানা যাবে বেলা গড়ালেই৷ তবে চিকিৎসকদের পরামর্শ নিয়ে অনুব্রত পদক্ষেপ নেবেন। এমনটাই আভাস দিয়েছেন আইনজীবী৷
গোরু পাচার মামলায় বীরভূমে জোড়া অভিযান চলে ইডি ও সিবিআইয়ের। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডল, কেরিম সহ একাধিক জনের বাড়িতে তল্লাশি চলে৷ ১৭ লক্ষ টাকা উদ্ধার করেছে সিবিআই। একাধিক মোবাইল ফোন। অভিযুক্তরা প্রত্যকেই অনুব্রতর ঘনিষ্ঠ বলে জানতে পেরেছে সিবিআই। এরপরেই তাকে ফের সোমবার তলব করা হয়েছে।
সিবিআই সূত্রে খবর, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছে সিবিআই৷ বীরভূমের ওপর দিয়ে কীভাবে গরু পাচার হত? গরু পাচারের সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনও যোগ রয়েছে কিনা, সবটা জানতে চায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতায় ফের বুকে ব্যাথা বাড়বে কেষ্টর, প্রশ্ন রাজনৈতিক মহলে।