TMC: সারদা কেলেঙ্কারিতে শুভেন্দুর গ্রেফতারির দাবি তুলল তৃণমূল

নিয়োগ দুনীর্তির পর রেশন দুর্নীতি গ্রেফতার রাজ্যের শাসকদলের নেতারা। এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হাতে পাকড়াও হতেই ফের শুভেন্দুর গ্রেফতারির দাবিতে…

নিয়োগ দুনীর্তির পর রেশন দুর্নীতি গ্রেফতার রাজ্যের শাসকদলের নেতারা। এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হাতে পাকড়াও হতেই ফের শুভেন্দুর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন কুণাল। এবার সারদা কেলেঙ্কারিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি তুলল তৃণমূল।

শাসকদলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুক্রবার তার এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছেন, “কাঁথি পুরসভা প্রচুর টাকা নয়ছয় করেছে। সারদা কর্তা সুদীপ্ত সেনের থেকে পুরসভায় প্রচুর টাকা তুলেছে। কাঁথি পুরসভা বরাবরই অধিকারী পরিবারের কুক্ষিগত থেকেছে। তাহলে শুভেন্দুকে কেন গ্রেফতার করা হবে না।”

কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে কিছু তথ্য দিয়ে বলেন, সিবিআই এবং ইডির মাননীয় অফিসাররা, আপনারা এই সব তথ্য দেখেও কেন চুপ করে রয়েছেন? আদালত এসব তথ্য সিবিআিইয়ের হাতে তুলে দিয়েছে। তবু সিবিআই কেন চুপ?

প্রসঙ্গত, শুভেন্দু ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কুণাল-সহ তৃণমূল নেতাদের একাংশ তার গ্রেফতারির দাবি তুলতে শুরু করেন। তাদের বক্তব্য, নারদ-কাণ্ডে শুভেন্দুক তোয়ালে জড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে। সিবিআই তার নামে এফআইআর করেছে। তবু সিবিআই তাকে গ্রেফতার করেনি। সারদা কর্তা সুদীপ্ত সেন সিবিআইকে চিঠি লিখে জানিয়েছেন, শুভেন্দু তার কাছ থেকে টাকা নিয়েছেন। তারপরও শুভেন্দু বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কেন তাকে গ্রেফতার করা হবেব না, প্রশ্ন করেন কুণালের।

উল্লেখ্য, গত বছর দুয়েক ধরে কুণাল বিরোধী নেতার গ্রেফতারির দাবি করে চলেছেন। তার অভিযোগ, “বিজেপির ওয়াশিং মেশিনে শুভেন্দু সাফ হয়ে গিয়েছেন। তাই ইডি, সিবিআই তাকে ছুঁতে পারছে না।”