‘হাই সুগার পা ফুলছে…’বলে আদালতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় অজ্ঞান

রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে নিতে ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানাল ইডি। আর মন্ত্রীর কাতর আর্জি ‘হাই সুগার, পা ফুলছে, স্মার্টওয়াচ পাচ্ছি না’। নিজের…

রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে নিতে ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানাল ইডি। আর মন্ত্রীর কাতর আর্জি ‘হাই সুগার, পা ফুলছে, স্মার্টওয়াচ পাচ্ছি না’। নিজের অসুস্থতা তুলে ধরেন তিনি। অজ্ঞান হয়ে যান। তবে জামিন মেলেনি।

বৃহস্পতিবার থেকে টানা জেরা ও শুক্রবার ভোরে গ্রেফতারের পর থেকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির যতটুকু উঠে এসেছে তাতেই চমকে যাচ্ছেন রাজ্যবাসী। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি গ্রেফতার করে ইডি। মন্ত্রী সুর চড়িয়েছেন রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে। শুক্রবার যখন কোর্ট লকআপ থেকে তাকে এজলাসে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও চক্রান্তের ইস্যুতে সরব হয়েছেন জ্যোতিপ্রিয়।

জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চলাকালীন বৃহস্পতিবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন বালু সুগারের রোগী। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছিলেন,”বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) শরীর খুব খারাপ। আজ যদি ও মরে যায়, তাহলে আমি কিন্তু ইডি ও বিজেপির বিরুদ্ধে এফ‌আইআর করব। এর আগে সুলতান আহমেদের সঙ্গে হয়েছে, প্রসূন মুখার্জির সঙ্গে হয়েছিল, সেই কারণেই প্রসূন মূখার্জির ব‌উ মারা গিয়েছিল।”

তাকে আদালতে পেশ করা হলে বিচারকের প্রশ্নে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “একটা কপি দিয়েছিল। লেখা আছে আমি কোথাও যুক্ত নই। আমার পরিবার যুক্ত। এক জায়গায় লেখা, আমেরিকা যাওয়ার টিকিট কাটা হয়েছিল, আবার বাতিল করা হয়।”

মন্ত্রীকে বিচারক প্রশ্ন করেন তাকে তদন্তকারী অফিসাররা কোনওভাবে হেনস্থা করেছেন কি না। জবাবে মন্ত্রী বলেন, “এরা কিছু করেনি। আমার হাই সুগার আছে। পা ফুলছে। আমি স্মার্টওয়াচ পাচ্ছি না। ওটা জমা রাখা হয়েছে।” বিচারকের কাছে কাতর আর্জি জানিয়ে আদালতেই বসে পড়েন মন্ত্রী জ্যোতিপ্রিয়। বিচারক জামিনের আবেদনে তাতে কর্ণপাত করেননি। তিনি আগামী ৬ নভেম্বর পর্যন্ত মন্ত্রীকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন।