ভোটের দিন সৌরভের বড় ঘোষণা বার্তায় তৃণমূল-বিজেপিতে চাপা আলোচনা, ‘মেন্টর’ অশোক নীরব

বিজেপির অন্দরে আলোচনা ‘সৌরভকে নিয়ে চিন্তা ভাবনা আছে’। আর খোদ সৌরভ (Sourav Ganguly) বলছেন জন্মদিনে বড় কিছু ঘোষণা করতে চলেছেন। তবে তাঁর মেন্টর বলে সুপরিচিত…

Sourav Ganguly, Ashok Bhattacharya, Siliguri, BCCI, CAB, CPIM,

বিজেপির অন্দরে আলোচনা ‘সৌরভকে নিয়ে চিন্তা ভাবনা আছে’। আর খোদ সৌরভ (Sourav Ganguly) বলছেন জন্মদিনে বড় কিছু ঘোষণা করতে চলেছেন। তবে তাঁর মেন্টর বলে সুপরিচিত প্রবীণ সিপিআইএম নেতা ও প্রাক্তন মন্ত্রী (Ashok Bhattacharya) অশোক ভট্টাচার্য আগেই বলেছেন, ও যদি রাজনীতিতে আসে খুব ভুল করবে।

রাজনীতি নাকি অন্যকিছু? সৌরভ গাঙ্গুলীর অভিমুখ কোনদিকে তা নিয়ে চলছে জোর তরজা। ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিনই সৌরভ গাঙ্গুলীর জন্মদিন। তিনি জানিয়েছেন, জন্মদিনে বিশেষ কিছু বলবেন।

সৌরভের এমন ঘোষণার পরেই আলোচনা তীব্র-সৌরভকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার জন্য সাংসদ প্রার্থী করবে বিজেপি। ইতিমধ্যে বিজেপি শাসিত ত্রিপুরার পর্যটন দূত হয়েছেন সৌরভ। তাঁর সাথে বিজেপির সংযোগ নিয়ে বিস্তর বিতর্ক। তবে সৌরভ জানিয়েছেন, অন্য কোনও ক্রীড়াবিদ যদি কোনও রাজ্যের পর্যটন দূত হয় তাহলে চর্চা হয়না।

রাজ্য বিজেপি সূত্রে জানা যাচ্ছে, সৌরভকে নিয়ে অনেকদিন থেকেই চিন্তাভাবনা চলছে। তবে তাঁর তরফে কোনও সবুজ সংকেত আসেনি। তাই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়নি। শাসকদল তৃণমূল কংগ্রেসেও নীরব।

এদিকে রাজনৈতিক আলোচনার বাইরে সৌরভের বিশেষ ঘোষণার পিছনে কোনও বিজ্ঞাপনী সংস্থার সাথে চুক্তির বিষয়টিও চর্চায়। তিনি নতুন কোনও টিভি অনুষ্ঠানের বিষয়েও বলতে পারেন বলে মনে করা হচ্ছে।পঞ্চায়েত ভোটের দিন সৌরভ গাঙ্গুলী কী ঘোষণা করবেন? চমক দিয়েই নীরব মহারাজ।