Tech News: প্রকাশ্যে এল Boult Sticker Plus, জানুন সমস্ত ফিচার

Tech News: বর্তমানে টিকটিক ঘড়ির জায়গা করে নিয়েছে স্মার্টওয়াচ। তাই এখনো শোনা যায় না ঘড়ির কাটার মসৃণ শব্দ। এখন আর প্রয়োজন পড়ে না ঘড়িতে বারবার দম দেওয়ার কিংবা ব্যাটারি পরিবর্তন করার।

Boult Striker Plus

Tech News: বর্তমানে টিকটিক ঘড়ির জায়গা করে নিয়েছে স্মার্টওয়াচ। তাই এখনো শোনা যায় না ঘড়ির কাটার মসৃণ শব্দ। এখন আর প্রয়োজন পড়ে না ঘড়িতে বারবার দম দেওয়ার কিংবা ব্যাটারি পরিবর্তন করার। তাছাড়া সময় ভুল হওয়ার কোন উপায় নেই। কারণ বর্তমানে প্রযুক্তি যত উন্নত হয়েছে ততই ফিকে হয়ে গিয়েছে পুরনো হাত ঘড়ির বাজার।

৮ থেকে ৮০ সকলের হাতেই এখন স্মার্ট ঘড়ি। তাই প্রতিযোগিতার সাথে পাল্লা দিয়ে ভারতীয় বিভিন্ন সংস্থা বাজারে নিয়ে এসেছে তাদের স্মার্ট ওয়াচ। ঠিক সেরকমই একটি দেশীয় সংস্থা হল Boult। বর্তমানে আমাদের দেশের যে সমস্ত সংস্থা স্মার্ট ওয়াচ নির্মাণ করে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো এই সংস্থা।

সম্প্রতি দ্বারা ভারতীয় বাজারে নিয়ে এলো আরো একটি স্মার্টওয়াচ যার নাম দেয়া হয়েছে Boult Sticker Plus। যার মধ্যে রয়েছে ১.৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। একই সাথে আপনি পেয়ে যাবেন ব্লুটুথ কলিং এবং হেলথ মনিটারিং এর মত ফিচারস। আপাতত নীল, সাদা, সি গ্রিন এবং কালো রঙে মিলবে ঘড়িটি। সংসার পক্ষ থেকে জানানো হয়েছে এই স্মার্ট ওয়াচটির দাম রাখা হয়েছে ১৩০০ টাকা।

একই সাথে আপনি পেয়ে যাবেন, হার্ট মনিটরিং থেকে শুরু করে স্লিপ ট্র্যাকিং, ব্লাড প্রেসার মনিটরিং সিস্টেম। অন্যদিকে দেওয়া হচ্ছে প্রায় ১৫০টির বেশী ওয়াচ ফেস। অর্থাৎ আপনি নিজের ইচ্ছে মতো বদলে নিতে পারেন ঘড়ির ডায়েল।