নবান্ন অভিযান অবৈধ, বিজেপি ‘শকুনের রাজনীতি’ করছে, কটাক্ষ কুনালের

মঙ্গলবার নবান্ন অভিযান (Nabanna Abhiyan) নিয়ে বিজেপি (BJP) সহ বিরোধীদের তীব্র আক্রমণ তৃণমূলের (TMC)। দলের মুখপাত্র কুনাল ঘোষ সোমবার সকালে সাংবাদিক সম্মেলনে বাম-বিজেপি ‘শকুনের রাজনীতি’ করছে বলে দাবি করেন। নবান্ন অভিযান অবৈধ, পুলিশি অনুমতি নেওয়া হয়নি। পেছনে গভীর রাজনৈতিক অভিসন্ধি রয়েছে।

Advertisements

তিনি স্পষ্ট বলেন,”বাম-বিজেপি-আরএসএস মারাত্মক প্লট তৈরি করেছে আগামীকালের জন্য। সিবিআই মামলা তদন্ত করছে, মামলা সুপ্রিম কোর্টে চলছে।”

   

তাই নবান্ন অভিযান অযৌক্তিক। মমতার পদত্যাগ চাই, গ্রহণযোগ্য নয়, বানতলার ঘটনা রয়েছে, মহারাষ্ট্রে বিজেপির রাজ্যে ঘটনা ঘটছে। জ্যোতিবাবু বুদ্ধদেব ইস্তফা দেয়নি। বাংলায় যারা প্রত্যাখাত হয়েছে তারাই নবান্ন অভিযান করছে। পাশাপাশি এদিন একটি ভিডিও চাইলে দেখানো হয়, সেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তি বলছেন, “রাজনীতি করার জন্য বডি চাই বডি, ২৭ তারিখ দেহ পড়বে।” কুনাল বলেন, “গণ্ডগোল পাকাতে, ডেডবডি চাই এই জিনিস হতে দেব না আমরা।”

বিজেপি-এবিভিবি-আরএসএস-বঙ্গবিরোধী কিছু শক্তি আতঙ্ক ছড়াতে চাইছে, বাইরের রাজ্য থেকে লোক আসছে। ছদ্ম পুলিশি পোশাক পড়ে ভিড়ের মধ্যে গুলি চালানোর সম্ভাবনা রয়েছে। উদ্দেশ্য লোক মেরে ‘শকুনের রাজনীতি’ করছে বিজেপি। বাংলা থেকে যত ন্যায় বিচারের দাবি উঠবে সব সিজিও কমপ্লেক্সে যাবে।

Advertisements

কুনাল ঘোষ ছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। নবান্ন অভিযানকে সম্পূর্ণ অবৈধ বলেই দাবি করেন তিনিও।