ধর্মতলায় ২১ জুলাইয়ের সভায় যাওয়ার জন্য বিজেপির যুব মোর্চা কর্মীকে (BJP worker) চাপ। রাজি না হওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত রাজু হালদার টালিগঞ্জ হাজরা রুটের অটোচালক। মাথায় গুরুতর অঘাত নিয়ে তিনি এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রাতে রিজেন্ট পার্ক থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল যুব মোর্চার কর্মীরা।
জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই এই যুব মোর্চার কর্মীকে তৃণমূলের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছিল। এমনটাই অভিযোগ বিজেপির। এবং গতকাল যখন একুশে জুলাইয়ের সভা হচ্ছে তখন এই যুব মোর্চার কর্মীকে বেধড়ক মারধর করা হয়। তাদের দাবি যাকে মারধর করা হয় আহত রাজু হালদার হাজরা রুটের অটোচালক।
সেই অটো রুটের পক্ষ থেকে তাকে বারংবার চাপ দেওয়া হচ্ছিল সভায় যাওয়ার জন্য। না যাওয়ার কারণেই তাকে বেধরক মারধর করা হয়। তার মাথায় গুরুতর আঘাত লাগে। রাতে ওই ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হয় এম আর বাঙ্গুর হাসপাতালে।
তবে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। সেই অভিযোগে বিজেপির কর্মী সমর্থকরা রিজেন্ট পার্ক থানার সামনে গিয়ে বিক্ষোভ করে। যদিও এই বিষয়ে অটো ইউনিয়নের পক্ষ থেকে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি।