বিরোধী দলের সদস্যদের অপহরণের অভিযোগ‌ তৃণমূলের বিরুদ্ধে

বিরোধী দলের জয়ী প্রার্থীদের অপহরণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চসায়র থানার পিয়ারলেস হাসপাতালের কাছে গেস্ট হাউস থেকে অপহরণ করা হয়েছে। বিজেপির তিনজন জয়ী প্রার্থী…

TMC-flag

বিরোধী দলের জয়ী প্রার্থীদের অপহরণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চসায়র থানার পিয়ারলেস হাসপাতালের কাছে গেস্ট হাউস থেকে অপহরণ করা হয়েছে। বিজেপির তিনজন জয়ী প্রার্থী এবং এক বাম সমর্থিত নির্দল প্রার্থীকে অপহরণ করার অভিযোগ সামনে আসে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করা হয় বলে জানা গেছে।

সিপিআইএমের নেতা কান্তি গঙ্গোপাধ্যায় পঞ্চসায়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫ টি। তৃণমূল কংগ্রেস জয় পায় ৪টিতে। সিপিআইএম পায় ৩টি। বিজেপি ৬টি ও নির্দল পায় ২ টি আসন।

প্রসঙ্গত, আগে থেকেই তৃণমূল কংগ্রেস বোর্ড গঠনের জন্য জোর করে বিরোধীদের চাপ দিচ্ছিলেন। সেই চাপের ভয়ে মঙ্গলবার রাতে পঞ্চসায়ার থানা এলাকার গেস্ট হাউসে আশ্রয় নেয় শাসক বিরোধী জয়ী প্রার্থীরা। বৃহস্পতিবার রাতে সেই গেস্ট হাউস থেকেই বিজেপির তিন জয়ী প্রার্থী ও এক বাম সমর্থিত নির্দল জয়ী প্রার্থীকে অপহরণ করে তৃণমূল।

মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে হুমকি, প্রলোভন দেখিয়ে দলবদলের জন্য চাপ দেওয়া হচ্ছিল। তারপরই অপহরণ। তৃণমূলের বোর্ড গঠনের জন্য চার সদস্যকে দরকার আর তাই চার জনকে অপহরণ করা হয়েছে বলে মনে করছে বিরোধী দলের সদস্যরা।

সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘ গেস্ট হাউসে যারা ছিলেন,তারা বলছেন রাতে চারটি গাড়ি নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূলের কয়েকজন এসে তুলে নিয়ে গিয়েছে। কোথায় রয়েছেন তা জানা যায়নি।’

জয়ী নির্দল প্রার্থী পারমিতা প্রামাণিকের কথায়, ‘গেস্ট হাউসে ছিলাম নিরাপত্তার জন্য। প্রাক্তন প্রধান বাপি এসে তুলে নিয়ে যায়। আমরা ছাদে লুকিয়ে ছিলাম, তাই ধরতে পারেনি।’

এর আগে পঞ্চায়েতে বোর্ড গঠন তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিরোধী প্রার্থীদের জোর করে বা প্রলোভন দেখিয়ে দলবদল করানো ঘটনা আগে ঘটেছে। এবার দল গঠনের জন্য অপহরণের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।