সিবিআই আদালতের পর এবার হাইকোর্টে জামিনের আর্জি সুজয়কৃষ্ণর

জামিন চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। কাকুর দাবি, তার বাইপাস সার্জারির প্রয়োজন রয়েছে। কিন্তু তাকে তার পছন্দের হাসপাতালে চিকিৎসা…

sujay krishna vadra

জামিন চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। কাকুর দাবি, তার বাইপাস সার্জারির প্রয়োজন রয়েছে। কিন্তু তাকে তার পছন্দের হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হচ্ছে না। অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন জানান তিনি। আগামী সপ্তাহে এর শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে নিম্ন আদালতে একই আবেদন নিয়ে যান কালীঘাটের কাকু। বৃহস্পতিবার তার আর্জি খারিজ করে দেন বিচারক। কাকুর বক্তব্য, বাইপাস সার্জারি তিনি বেসরকারি হাসপাতালে করাতে চান। ইডি এসএসকেএম হাসপাতালেই সার্জারির পক্ষে সওয়াল করে। নিম্ন আদালত তাতেই সম্মতি দেয়।

এবার নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। আজই তার আবেদনের দ্রুত শুনানি চেয়েছিলেন কালীঘাটের কাকু। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু। জেল হেফাজতে রয়েছেন তিনি। সম্প্রতি তার স্ত্রী মারা যাওয়ায় প্যারলে মুক্তি পান।

প্যারল শেষে সংশোধনাগারে ফেরার দিনই পথে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে‌ গেলে জানা যায়, কাকুর হার্টের সমস্যা রয়েছে। এসএসকেএম হাসপাতালেই ভর্তি কালীঘাটের কাকু। চিকিৎসকরা জানান, তার বাইপাস সার্জারি প্রয়োজন। সেই সার্জারিই বেসরকারি হাসপাতালে করাতে চান তিনি।