সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, পুজোর শপিং যাবে নাকি ভেস্তে!

গতকাল অর্থাৎ ২১ সেপ্টেম্বর রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা বৃষ্টিতে ভিজলেও আজ সকাল থেকে আবার ভ্যাপসা গরমে অস্বস্তি হচ্ছে (Daily Weather News) কলকাতাবাসীর।…

RAINPUJO

গতকাল অর্থাৎ ২১ সেপ্টেম্বর রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা বৃষ্টিতে ভিজলেও আজ সকাল থেকে আবার ভ্যাপসা গরমে অস্বস্তি হচ্ছে (Daily Weather News) কলকাতাবাসীর। তবে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সপ্তাহে আবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

এর জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। জানা গেছে চলতি সপ্তাহেই বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই আবহাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
আর কয়েকদিন বাদেই পুজো। আর পুজোর কেনাকাটাও শুরু হয়ে গেছে অনেকের। তাই সপ্তাহের মাঝে বৃষ্টির ভ্রূকুটি পুজোর শপিংটাকে মাটি করতে পারে বলেই মনে করা হচ্ছে।

   

হাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহে দক্ষিণবঙ্গের চারটি জেলায় মাঝারি-ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, থাকবে বজ্রপাতের আশঙ্কা। এর জেরে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৩ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই জেলাগুলিতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই পার্বত্য অঞ্চলগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গেছে আগামী ২৫-২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই একই আবহাওয়া বজায় থাকবে।

এবার আসি কলকাতার কথায়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৬৭%। আজ শহরে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং সারাদিন আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে শহরবাসীর ঘাম ঝরবে।