Weather: মিগজাউম ঘূর্ণি কোনদিকে? নিম্নচাপের দরজায় ঠোক্কর খাচ্ছে শীত

Weather: আগামী কয়েকদিনের মধ্যেই গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। যদি ওই সম্ভাব্য নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে এর নাম হবে মিগজাউম। হাওয়া অফিস জানিয়েছে,…

Weather: আগামী কয়েকদিনের মধ্যেই গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। যদি ওই সম্ভাব্য নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে এর নাম হবে মিগজাউম। হাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা আগামী সোমবার আরও কিছুটা শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। ওই সম্ভাব্য গভীর নিম্নচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, সে বিষয়ে অবশ্য মৌসম ভবনের তরফে আপাতত কিছু জানানো হয়নি।

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে ২৬ নভেম্বর আন্দামান অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হবে। এরপর  ক্রমেই পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। যখন এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে এসে পৌঁছবে, তখন শক্তি বাড়িয়ে এই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ২৭ নভেম্বর সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে।  

   

আগামী চার-পাঁচদিন পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। তবে ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর কেরলেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই দুই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। 

তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে কলকাতায় এবং আশেপাশের অঞ্চলে। দার্জিলিঙের পারদ নেমেছে ১০ ডিগ্রির নীচে। আপাতত কোনও ঝঞ্ঝার প্রভাব পড়বে না বাংলার ওপরে। উল্লেখিত নিম্নচাপের কোনও প্রভাব বাংলার ওপর পড়বে কি না, তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই উত্তরের বাতাস প্রবেশ বৃদ্ধি পেতেই বঙ্গে ঠান্ডা অনুভূতি শুরু হয়েছে।