সরকার ফেলার চক্রান্তের আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা

সরকার পড়ে যাওয়ার আশঙ্কা করছেন (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আমিত শাহ চক্রান্ত করছেন। তাঁর পদত্যাগ করা উচিত।  Advertisements গত শুক্রবার বীরভূমের সিউড়ি জনসভা থেকে…

West Bengal Chief Minister Mamata Banerjee addressing the press conference on Ram Navami celebrations

সরকার পড়ে যাওয়ার আশঙ্কা করছেন (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আমিত শাহ চক্রান্ত করছেন। তাঁর পদত্যাগ করা উচিত। 

Advertisements

গত শুক্রবার বীরভূমের সিউড়ি জনসভা থেকে অমিত শাহ বলেছিলেন, বিজেপি বাংলায় ৩৫ আসন জিতলে আর মমতা সরকার থাকবে না। ২০২৫-এর আগেই সরকার পড়ে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী বলেন সরকার ফেলার চক্রান্ত চলছে।

   

মু়খ্যমন্ত্রী বলেন,স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ নিয়ে সংবিধান রক্ষার শপথ নিয়ে তিনি কখনই বলতে পারেন না ৩৫ টি আসন পেলেই বাংলার সরকার চলে যাবে। এর অর্থ কেন্দ্র চক্রান্ত করছে। শাহের এই মন্তব্য সাংবিধানিক মর্যাদা ভেঙেছে বলে দাবি মমতার।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি ৩৫ আসন পেলেই সরকার ফেলার কথা বলেন কী ভাবে। সাংবিধানিক মর্যাদা লঙ্ঘন হয়েছে। দেশকে রক্ষা না করে চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।